#IndvsNZ: T20 সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত, কেএল রাহুলের ঝকঝকে ব্যাটিং

Last Updated:

দ্বিতীয় ম্যাচেও জয় ভারতের

#অকল্যান্ড: প্রথম টি টোয়েন্টিতে দারুণ জয়ের অক্সিজেন নিয়ে মাঠে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল ৷ আর দ্বিতীয় টি টোয়েন্টিও নিজেদের পকেটে পুরে নিল বিরাট এন্ড কোং৷
জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৩ রান তারা পেরিয়ে গেল  ওভারে হাতে ছিল  সাত উইকেট ৷ এদিন দুই সিনিয়র ক্রিকেটার রোহিত ও বিরাট দু'জনেই ৮ ও ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ৷ ১৭.৩ ওভারে ৩ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল ৷ কেএল রাহুল ৫০ বলে ৫৭ রান করেন ৷ অন্যদিকে শ্রেয়স করেন ৩৩ বলে ৪৪ রান করেন ৷
advertisement
advertisement
অকল্যান্ডে ভারতীয় বোলাররা দারুণ আঁটোসাঁটো পারফরম্যান্স করলেন৷ যার জেরে সেভাবে টি টোয়েন্টি আগুন জ্বালানো ব্যাটিং দেখা গেল না নিউজিল্যান্ডের থেকে ৷ এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ৷ ২০ ওভারে ৫  উইকেটে ১৩২  রান করে তারা ৷
advertisement
এদিন টসে জয়ের পর কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার অবশ্য খুব একটা ফায়দা তুলতে পারেনি তার দল ৷ দলের হয়ে সর্বোচ্চ মার্টিন গাপ্তিলের ৩৩ ৷ তিনি ২০ বলে ৩৩ রান করেন ৷ রবীন্দ্র জাডেজা ২ টি এবং শার্দুল, বুমরাহ, শিভম দুবে একটি করে উইকেট নেন ৷
একনজরে দেখে নিন দুটি দলের প্রথম একাদশ ৷
advertisement
advertisement
সব মিলিয়ে জমজমাট হতে চলেছে ভারতের দ্বিতীয় ইনিংস৷
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
#IndvsNZ: T20 সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত, কেএল রাহুলের ঝকঝকে ব্যাটিং
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement