corona virus btn
corona virus btn
Loading

IPL - এ নয়া ধামাকা, সামনের মরশুমে বড় বদল আসছে এই টুর্নামেন্টে

IPL - এ নয়া ধামাকা, সামনের মরশুমে বড় বদল আসছে এই টুর্নামেন্টে
Photo- File

সামনের মরশুমে হবে নয়া ধামাকা

  • Share this:

#মুম্বই : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL বিশ্ব ক্রিকেটের মঞ্চে এক বড় বিপ্লব নিয়ে এসেছে ৷ আইপিএলের মঞ্চ থেকে একাধিক তারকা ক্রিকেটার নিজেদের চেনানোর সুযোগ পেয়েছেন ৷ আইপিএল ক্রিকেট আর বিনোদনকে এমনভাবে মিশিয়ে দিয়েছে যে মুগ্ধ হয়েছেন দর্শকরা ৷ আইপিএলে-র ১৩ তম মরশুমে আসতে চলছে আরও এক নয়া চমক ৷

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ি বিসিসিআই সামনের মরশুমের আইপিএলে একটি বড় পরিবর্তন আনতে চলেছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় সদ্য BCCI  সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আর তারপরেই একাধিক নতুন বিষয়ের পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে ৷ দাদার সভাপতি পদে থাকাকালীনই হবে আইপিএলের পরের মরশুমের টুর্নামেন্ট ৷ বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যেই সিলমোহর পরে গিয়েছে পাওয়ার প্লেয়ার নিয়মে ৷

আরও পড়ুন -বাগানে ইনটার্ন কোচ ব্যারেটো, এক সপ্তাহ শিখবেন কোচিং

আগে পাওয়ার প্লে ছিল এবার আসতে চলেছে পাওয়ার প্লেয়ার ৷ এই নিয়ম অনুযায়ি কোনও একজন ক্রিকেটার আউট হওয়ার পর কিম্বা কোনও একটা ওভার শেষ হওয়ার পর যে কোনও দলই সেই মুহূর্তে রিজার্ভ থেকে যে কোনও একজন ক্রিকেটারকে খেলাতে পারবেন ৷

আরও পড়ুন - বাংলাদেশের জয়ে দাদা-র শুভেচ্ছা, বোর্ড প্রেসিডেন্টের বিশেষ ট্যুইট, বিরাটকে নিয়েও সোজাসাপ্টা জবাব সৌরভের

 যদি কোনও ওভারে ৬ রান বাঁচাতে হয় আর ডাগআউটে একজন বোলার থাকেন তাহলে সেই ক্রিকেটারকে ডেকে নিতে পারবেন অধিনায়ক ৷ তা সে ক্রিকেটার প্রথম একাদশে থাকুন বা না থাকুন ৷ ফলে ১১ থেকে ১৫ জন ক্রিকেটারের তালিকা বেছে নিতে হবে ৷ আর ৪ জন থাকবেন রিজার্ভে ৷ দলের অধিনায়ক প্রয়োজন মতো বেছে নেবেন ৷

তবে আইপিএলের আগে এই নিয়ম চালু করা হবে ঘরোয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৷ আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই বিষয় নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে ৷ ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট ৷

আরও দেখুন

First published: November 4, 2019, 7:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर