যুগের অবসান, জেটলির প্রয়াণে শোকবার্তায় জানাল BCCI, ট্যুইটে শোকপ্রকাশ সেওয়াগ,গম্ভীর, লক্ষ্মণ, ধাওয়ানদের

Last Updated:

শোকস্তব্ধ ক্রিকেট মহল, বিসিসিআই জানাল একটা যুগের অবসান

#নয়াদিল্লি: রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশায় আইনজীবী, কেন্দ্রীয় মন্ত্রী এই পরিচয়গুলির পাশাপাশি আরও একটি বিষয় যা অরুণ জেটলির পরিচয়ের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত তাহলে ক্রিকেট প্রশাসনের সঙ্গে তাঁর যোগ ৷ এক যুগ DDCA অর্থাৎ দিল্লি ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন বিজেপির এই হেভিওয়েট নেতা ৷ তাঁর প্রয়ানে নানা মহলে নেমে এসেছে শোকের ছায়া ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডও নিজেদের শোকবার্তায় অভিজ্ঞ এই ক্রিকেট প্রশাসকের মৃত্যুকে যুগের অবসান বলে জানিয়েছেন ৷
বীরেন্দ্র সেওয়াগ নিজের ট্যুইটে শোকবার্তা দেওয়ার পাশাপাশি জানিয়েছেন জেটলির হাত ধরেই দিল্লির বহু প্রতিভা জাতীয় মঞ্চে সুযোগ পেয়েছে খেলতে পেরেছে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ৷
advertisement
advertisement
একইভাবে দিল্লির আরও দুই তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর ও শিখর ধাওয়ান শোকস্তব্ধ এভাবে অরুণ জেটলির চলে যাওয়ায় ৷ গম্ভীর জানিয়েছেন যেভাবে বাবা প্রথম পথ চলতে কথা বলতে শেখান ঠিক সেভাবেই পরে একজন পথপ্রদর্শক প্রয়োজন হয় যিনি নেতৃত্ব দিতে কথার ওপর আয়ত্ত এনে বার্তা দিতে শেখান ৷ অরুণ জেটলি সেরকম তাই তাঁর এই চলে যাওয়া গভীর শোকের ৷
advertisement
advertisement
লক্ষ্মণও জেটলির প্রয়াণে শোক বার্তা দিয়েছেন ৷
advertisement
বিসিসিআইয়ের কার্যনির্বাহী সভাপতি সিকে খান্নাও শোকবার্তা দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন অরুণ জেটলির চলে যাওয়া তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি ৷ কোনও গডফাদার নয় নিজের কর্মক্ষমতাতেই নিজেকে গড়ে নিয়েছিলেন জেটলি ৷ তাঁর মত বিনয়ী মানুষ বর্তমান ভারতে দায়বদ্ধতার এক অন্য জায়গা দেখিয়েছিলেন ৷ এর পাশাপাশি বিসিসিআই ও ডিডিসিএ -র জন্য যা করেছেন তারও অবদান অনস্বীকার্য বলে নিজের শোকবার্তায় জানিয়েছেন BCCI সভাপতি সিকে খান্না ৷
advertisement
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
যুগের অবসান, জেটলির প্রয়াণে শোকবার্তায় জানাল BCCI, ট্যুইটে শোকপ্রকাশ সেওয়াগ,গম্ভীর, লক্ষ্মণ, ধাওয়ানদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement