#ইসলামাবাদ: টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ (T20 World Cup) শুরু হওয়ার আর মাস খানেক বাকি৷ কিন্তু তার আগেই ক্রিকেট দুনিয়ায় আবার করোনার দাপট৷ ফের একবার ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে? ভারত বনাম ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজের মধ্যে টিম ইন্ডিয়া -র কোচ রবি শাস্ত্রী সহ তিন স্টাফ করোনা পজিটিভ হন৷ করোনার কারণে ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্ট ম্যাচ বাতিল হয়েছে৷ এরমধ্যেই পাকিস্তানেও করোনার আঘাত৷ পাকিস্তানের বাঁ হাতি স্পিনার মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz) করোনা পজিটিভ হয়েছেন৷ এর কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁর ওয়ানডে সিরিজে খেলায় ঘোর অনিশ্চয়তা৷
ফের করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে গভীর চিন্তা-
ভারত ও পাকিস্তান দলে করোনা এভাবে ঢুকে যাওয়ায় চিন্তা বাড়ছে৷ এদিকে এক মাসের মধ্যেই ওমান ও সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা টি টোয়েন্টি বিশ্বকাপ৷ তার আগে ইউএই-তেই আইপিএল খেলা হবে৷ সেখানে পাকিস্তান ছাড়া বাকি সব দেশের ক্রিকেটার খেলতে আসবে৷ আইপিএল ২০২১ এ প্রথম পর্বে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে যায়৷ সে সময় করোনা মাঝপথেই থামিয়ে দিতে হয়৷ বিভিন্ন জায়গায় কড়া বায়োবাবল হওয়া সত্ত্বেও করোনা সংক্রমণ কোনও না কোনভাবে ঢুকেই যাচ্ছে৷
আরও পড়ুন - আপনার হঠাৎ দরকার টাকার! ১ ঘণ্টার মধ্যেই ফটাফট পেয়ে যান ১ লক্ষ টাকা
পাকিস্তানের পক্ষ থেকে নবাজের করোনা সংক্রমণের খবর জানানো হয়েছে-
পাকিস্তান ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার জানিয়েছে ২৭ বছরের নবাজ ইসলামাবাদে দলের সঙ্গে হোটেলে থাকাকালীন করোনা পজিটিভ হয়ে যান৷ হোটেলে তাঁর আইসোলেশন ১০ দিনের যা ১৯ সেপ্টেম্বর শেষ হবে৷ নিউজিল্যান্ড দল শনিবার ১১ সেপ্টেম্বর খেলতে পৌঁছবে৷ দুই দল ১৭,১৯, ও ২১ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে ৩ টি একদিনের ম্যাচ খেলবে৷ এরপর লাহোরে দুই ক্রিকেট দল পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজিও খেলা হবে৷ পাকিস্তান দল অন্য সব ক্রিকেটার এখনও অবধি নেগেটিভ এসেছেন৷ শুক্রবার থেকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিজের প্রথম অনুশীলন শুরু করবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Cricket, Pakistan Cricket Team