আপনার হঠাৎ দরকার টাকার! ১ ঘণ্টার মধ্যেই ফটাফট পেয়ে যান ১ লক্ষ টাকা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মোদি সরকার করোনা কালে এভাবে সহজেই জরুরি প্রয়োজনে টাকা পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে...
#কলকাতা: যদি আপনার হঠাৎ টাকার দরকার পড়ছে ? তাহলে আপনার কারোর কাছে হাত পাততে হবে না৷ হ্যাঁ একদম ঠিক কথা বলা হচ্ছে পিএফের নতুন নিয়ম (PF New Rule) কারণে কারোর সামনে আপনাকে সত্যিই হাত পাততে হবে না৷ মোদি সরকার করোনা পরিস্থিতিতে লোকেদের হঠাৎ টাকা লাগার পরিস্থিতিতে একটা নতুন নিয়ম করেছেন৷ প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) নিয়মে বদল এনে এই বড় সিদ্ধান্ত নিয়েছে৷
advertisement
advertisement
নিজের এমপ্লয়ি প্রভিডেন্ড ফান্ড (Employees Provident Fund) বা ইপিএফ (EPF) থেকে এক লক্ষ টাকা অ্যাডভান্স পিএফ ব্যালান্স বার করে নিতে পারবেন৷ যেকোনও ধরণের মেডিক্যাল এমার্জেন্সির সময় এই টাকা বার করতে পারবেন৷ এর জন্য আপনাকে খালি আপনার খরচার কারণটা দেখাতে হবে৷ অর্থাৎ দেখাতে হবে কোন এমার্জেন্সির জন্য আপনি খরচ করতে চাইছেন৷
advertisement
advertisement
জেনে নিন কীভাবে টাকা তুলতে পারবেন৷ প্রথমে আপনাকে www.epfindia.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে৷ সেখানে হোমপেজে COVID-19 ট্যাবের অন্তর্গত ডানদিকের কোণে অনলাইন অ্যাডভান্স কলমে যেতে হবে সেখানে https://unifiedportalmem.epfindia.gov.in/memberinterface পাওয়া যাবে৷ এর থেকে অনলাইন সেবা -তে যেতে হবে৷ ক্লেম ফ্রম ৩১, ১৯,১০ সি এবং ডি দেখতে হবে৷ এরপর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ ৪ টি সংখ্যা দিতে হবে৷ Proceed for Online Claim ক্লিক করতে হবে৷ ড্রপ ডাউন থেকে PF Advance বাছুন (Form 31)৷ আপনার কারণ বাছুন৷ নিজের রাশি বেছে নিন৷ আর চেকের স্ক্যান কপি আপলোড করে নিজের ঠিকানা লিখে দিন৷ Get Aadhaar OTP তে ক্লিক করুন৷ আর আধারের সঙ্গে লিঙ্ক হওয়া মোবাইলে প্রাপ্ত ওটিপি লিখুন৷ আপনার ক্লেম ফাইল হয়ে গেল৷
