Bengal Cricket: বাংলা ক্রিকেটের ভক্ত? এবার ক্রিকেটারদের মতো আপনিও পাবেন দেখার মতো জার্সি

Last Updated:

Bengal Cricket: খুব কম খরচে ঘুরে দেখতে পারবেন ইডেনের সব জায়গা। হাতে পাবেন নিজের জার্সি। জেনে নিন কীভাবে!

#কলকাতা: আপনি কি বাংলা ক্রিকেটের ফ্যান? সুযোগ সময় পেলেই ইডেনে চলে যান মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারদের জন্য গলা ফাটাতে? বাংলা ক্রিকেট দলের খেলা হলে টিভিতেই দেখতে বসে পড়েন?  আর কাজে ব্যস্ততার মাঝেও ঘনঘন মোবাইলে খেলার স্কোর খবর রাখেন?
এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয় তা হলে আপনি অবশ্যই বাংলা ক্রিকেটের অনুরাগী। আর আপনার জন্যই এবার সিএবি অভিনব ব্যবস্থা নিতে চলেছে।
আরও পড়ুন- Ajith Kumar Wins gold Medal: একসঙ্গে চারটে সোনার পদক! দক্ষিণের এই সুপারস্টার-এর প্রতিভায় অবাক গো
বাংলা ক্রিকেটের ভক্তদের জন্য বিশেষ ফ্যান জার্সি তৈরি করছে সিএবি। বাংলার দলের জার্সির রং-এর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হবে ফ্যান জার্সি। আসন্ন ক্রিকেট মরশুম থেকেই ফ্যান জার্সি পরে মাঠে বাংলা দলকে সমর্থক করার সুযোগ পেয়ে যাবেন দর্শকরা।
advertisement
advertisement
বাংলা দলের জার্সি যারা প্রস্তুত করে সেই সংস্থাকে সমর্থকদের জন্য বিশেষ জার্সি তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। জার্সিতে নীলের সঙ্গে হলুদ রঙের ছোঁয়া থাকবে।
আসলে সিএবির যে নিজস্ব রঙের জার্সি হয় সেই অনুযায়ী এই ফ্যান জার্সিটি তৈরি করতে চাইছেন কর্তারা। জার্সিতে বাংলা দলের জন্য কোনও স্লোগান লেখা থাকতে পারে।
পঙ্কজ রায়, সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ঝুলন গোস্বামী কিংবা উৎপল চ্যাটার্জি, লক্ষ্মীরতন শুক্লা, ভারতীয় ক্রিকেটে অবদান রেখেছেন বাংলার ক্রিকেটাররা। আর বাংলার ক্রিকেট সমর্থকরাও বরাবর তারকাদের মাঠে থেকে উত্সাহ জুগিয়েছেন।
advertisement
সিএবি কর্তারা চাইছেন বাংলা ক্রিকেটকে আরো প্রচারের আলোয় নিয়ে আসতে। দেশ-বিদেশের সমস্ত ক্লাব ভিত্তিক দলগুলোতে সমর্থকদের জন্য বিশেষ কোনো প্ল্যান দেখা যায়। ক্লাবের লোগো দেওয়া জার্সি, ফ্ল্যাগ থেকে শুরু করে চাবির রিং, কফি মগ সবকিছুরই বিপণন হয়।
বিশ্বের বিভিন্ন ক্লাবের মতো কলকাতার ইস্টবেঙ্গল, মোহনবাগানেও ইতিমধ্যেই এই ফ্যানদের জন্য বিশেষ ব্যবস্থাগুলি চালু হয়েছে। তবে ক্রিকেটে কোনও রাজ্য সংস্থার তরফে সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা করার উদ্যোগ কার্যত প্রথমই বলা চলে।
advertisement
আরও পড়ুন- Emami East Bengal: ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বড় খবর, মঙ্গলবার সব সমস্যার সমাধান লাল-হলুদে
সিএবি কর্তারা আগামিদিনে ফ্যান জার্সি ছাড়াও ক্রিকেটারদের ছবি, সই কিংবা দলের লোগো দেওয়া বিভিন্ন সরঞ্জাম বাজারে আনার পরিকল্পনা করেছেন। ইতিমধ্যেই পরিকল্পনায় রয়েছে ইডেন ট্যুর-এর। যেখানে সামান্য খরচে ঐতিহাসিক ইডেনের মাঠ, গ্যালারি ড্রেসিংরুম থেকে ইনডোর, মিউজিয়াম ঘুরে দেখা যাবে।
advertisement
মিউজিয়ামে রাখার জন্য সরঞ্জাম কালেকশন ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে সবার প্রথমে ফ্যান জার্সি দিয়েই বাংলা ক্রিকেটে আধুনিকতার ছোঁয়া আনতে চাইছেন সিএবি কর্তারা। খুব সামান্য দামে ফ্যান জার্সি বিক্রি করা হবে বলে জানিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bengal Cricket: বাংলা ক্রিকেটের ভক্ত? এবার ক্রিকেটারদের মতো আপনিও পাবেন দেখার মতো জার্সি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement