‘বাপ কা বেটা’, সচিন পুত্র অর্জুনকে কুর্নিশ, দেখে নিন তাঁর মানবিক মুখ
Last Updated:
কুর্নিশ পিতা-পুত্র
#নয়াদিল্লি : বিজয় হাজারে ট্রফিতে মুম্বই দল বিশেষ কিছু করতে পারেনি ৷ ৭ টি ম্যাচের ৩ টিতে জিতেছে তারা আর হেরেছে ২ টি ৷ কিন্তু এই দলে খেলছেন যশস্বী জয়সওয়াল নিজের ছাপ রাখছেন ৷ এই যশস্বী আরও শিরোনাম ছিনিয়ে নিয়েছেন আরও একটি কারণে ৷ এমনিতে অভাবী পরিবার থেকে উঠে এসেছে এই ক্রিকেটার ৷ আর এই অভাবী ক্রিকেটারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর ৷
মূলত অর্জুনের হাত ধরেই যশস্বীর এই যশযাত্রা ৷ মুম্বইয়ে খেলার দরুণ এই দুই ক্রিকেটার বন্ধু ছিলেন ৷ বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট ক্যাম্পে একসঙ্গে কাটিয়েছেন দুই ক্রিকেটারই ৷
advertisement
যশস্বী দারুণ সচিনের ফ্যান ৷ আর এটা জানতে পেরে সচিনের সঙ্গে নিজের বন্ধুকে দেখা করিয়ে দেন তিনি ৷
advertisement
২০১৮ সালে সচিনের সঙ্গে নিজের বন্ধুকে দেখা করাতে বাড়ি নিয়ে যান অর্জুন তেন্ডুলকর ৷ যশস্বীর সঙ্গে প্রথম দেখা হওয়ার পরেই সচিন মুগ্ধ হয়ে যান তিনি নিজের একটি ব্যাট গিফট করেন , আর তিনি এও বলেছিলেন যশস্বী নিজের প্রথম ম্যাচে যেন এই ব্যাট দিয়েই খেলেন ৷
advertisement
সচিনের থেকে এই ব্যাট পাওয়ার পর যশস্বী আর কখনও পিছন ফিরে তাকাননি ৷ ভারতের অনুর্ধ্ব ১৯ দলের হয়ে পারফরম্যান্সেও ছাপ রেখেছেন তিনি ৷
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2019 10:33 AM IST