‘প্রকৃত প্রেম’ -কে খোলামেলা বার্তা দিলেন অনুষ্কা শর্মা

Last Updated:

অনুষ্কা -র এই বার্তা নিঃসন্দেহে একেবারে হৃদয়ের বার্তা

#থিম্পু: এই মুহূর্তে নিজের স্বামীর সঙ্গে ভূটানে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন অনুষ্কা শর্মা ৷ ভারতীয় ক্রিকেটের পাহাড়প্রমাণ চাপ আর বলিউডের লাইমলাইট থেকে অনেক দূরে বিরুষ্কা ৷  এরইমধ্যে বিশেষ বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায় ৷ নিজের সবচেয়ে অন্তরতমকে জানালেন মনের কথা ৷ অনুষ্কা -র এই বার্তা নিঃসন্দেহে একেবারে হৃদয়ের বার্তা ৷
আসলে এই বিশেষ মানুষটি নিঃসন্দেহে এক ও একমাত্র বিরাট কোহলি ৷ বিরাট মঙ্গলবার ৩১ হয়েছেন ৷ সকাল থেকেই একের পর এক বিশেষ শুভেচ্ছা বার্তা এসেছে৷ তবে সকলে যে বিশেষ বার্তার জন্য অপেক্ষা করেছিলেন সেটা আসতে একটু সময় নিল নিঃসন্দেহে ৷ সেটা অনুষ্কার শুভেচ্ছাবার্তা ৷ সোশ্যাল মিডিয়া ছাড়া এখন কার্যত জীবন অচল ৷ ব্যক্তিগত শুভেচ্ছা বিনিময়ের পরেও এই মাধ্যমে কিছু না থাকলে বোধহয় এখনকার পুরো শুভেচ্ছা বিনিময়টা অসম্পূর্ণ থাকে ৷
advertisement
advertisement
ভূটানের একটি বৌদ্ধ মনস্ট্রিতে তোলা বিরুষ্কা একটি সুন্দর ছবি দিয়ে অনুষ্কা বিরাটকে উইশ করেছেন ৷ নিজের শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, ‘This one is my blessing . My friend , My confidante , My one true love .I hope you find the light guiding your path always and may you choose to do the right thing every time . Your compassion is what makes you a good leader and i pray that you always have that in abundance .Happy Birthday my love’ -যার অর্থ আমার আশীর্বাদ তাঁকে যে আমার বন্ধু, যে আমার আত্মবিশ্বাস, যে আমার প্রকৃত প্রেম, সে যে সব সময়ে সঠিক আলো দেখে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে৷ সে যেন সব সময়ে সঠিক জিনিসটি বেছে নিতে পারে ৷ তোমার সহমর্মিতা তোমাকে একজন দারুণ নেতা বানায় ৷ আমি প্রার্থনা করি এটাই যেন সব সময় থাকে ৷ আমার প্রেম শুভ জন্মদিন ৷
advertisement
দেখে নিন সেই বিশেষ শুভেচ্ছাবার্তা
advertisement
এদিকে এর আগে বিরাট কোহলি নিজে নিজেকে জন্মদিনে বিশেষ বার্তা দিয়েছিলেন ৷ পাশপাশি যাঁরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছে তাঁদের সকলকেও ধন্যবাদ জানিয়েছিলেন ৷
advertisement
advertisement
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘প্রকৃত প্রেম’ -কে খোলামেলা বার্তা দিলেন অনুষ্কা শর্মা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement