হাতে এল ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের কোভিড রিপোর্ট, ফের ১০ জন পাক ক্রিকেটারের করোনা পরীক্ষা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ক্রিকেটাররাও এখন এই মারণ ভাইরাসের কবলে
#নয়াদিল্লি: ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জোফ্রা আর্চার শুক্রবার ফের করোনা সংক্রমণের টেস্ট করান ৷ দ্বিতীয় পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ এর জন্য সাউদাম্পটনে অ্যাসেজ বাউলে নিজের সঙ্গীদের সঙ্গে ট্রেনিং করেছেন ৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্ট ম্যাচের সিরিজে প্রস্তুতি সারছেন তাঁরা ৷ প্রাথমিকভাবে ২৫ বছরের আর্চারকে দলের সঙ্গে ট্রেনিং করতে দেওয়া হয়নি ৷ কারণ তাঁর বাড়ির এক সদস্য অসুস্থ ছিলেন ৷ প্রথমবার জোফ্রা আর্চারের করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসে৷ কিন্তু তাও সতর্কতামূলক বিষয়ের জন্য তাঁর দ্বিতীয়বার কোভিড ১৯ পরীক্ষা হয় ৷ সেখানেও তার রিপোর্ট নেগেটিভ হওয়ায় স্বস্তি গোটা ইংল্যান্ড শিবিরে ৷
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) ট্যুইট করে জানায় যে, জোফ্রা আর্চারের কোভিড ১৯ -র ফল নেগেটিভ এসেছে ৷ এর ফলে এজেস বাউলে এ বার পুরো দলের সঙ্গে যোগ দেবেন ৷ দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে তিনিও অনুশীলন করতে পারবেন ৷ তবে এঁদের ট্রেনিং ক্লোজড ডোর হবে ৷

advertisement
advertisement
ইসিবি- নিজের বয়ানে জানিয়েছে, ‘আর্চার আর ওঁর বাড়ির সদস্যদের কোভিড ১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে তাই এ বার শুক্রবারের পর দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি ৷ ’
পাকিস্তান ক্রিকেটারদের হবে করোনা পরীক্ষা ৷ ইংল্যান্ড সফরের আগে তাঁদের করোনা-র মারাত্মক প্রভাব পড়েছে ৷ ১০ জন ক্রিকেটারে আগের পরীক্ষায় পজিটিভি এসেছিলেন ৷ এরপর বুধবার মহম্মদ হাফেজ নিজে দ্বিতীয়বার করোনা পরীক্ষা করে রিপোর্ট আপলোড করেছিলেন । সেখানে জানিয়ে দেওয়া হয় তার রিপোর্ট নেগেটিভ ৷ সমস্ত ক্রিকেটারের ফের একবার কোভিড টেস্ট করিয়েছেন ৷ বৃহস্পতিবার ১৮ জন ক্রিকেটার ও ১১ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা হয়েছে ৷ শনিবার সকলেরই টেস্ট রিপোর্ট আসবে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2020 3:32 PM IST