corona virus btn
corona virus btn
Loading

হাতে এল ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের কোভিড রিপোর্ট, ফের ১০ জন পাক ক্রিকেটারের করোনা পরীক্ষা

হাতে এল ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের কোভিড রিপোর্ট, ফের ১০ জন পাক ক্রিকেটারের করোনা পরীক্ষা
Photo- Representative

ক্রিকেটাররাও এখন এই মারণ ভাইরাসের কবলে

  • Share this:

#নয়াদিল্লি: ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জোফ্রা আর্চার শুক্রবার ফের করোনা সংক্রমণের টেস্ট করান ৷ দ্বিতীয় পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ এর জন্য সাউদাম্পটনে অ্যাসেজ বাউলে নিজের সঙ্গীদের সঙ্গে ট্রেনিং করেছেন ৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্ট ম্যাচের সিরিজে প্রস্তুতি সারছেন তাঁরা ৷ প্রাথমিকভাবে ২৫ বছরের আর্চারকে দলের সঙ্গে ট্রেনিং করতে দেওয়া হয়নি ৷ কারণ তাঁর বাড়ির এক সদস্য অসুস্থ ছিলেন ৷ প্রথমবার জোফ্রা আর্চারের করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসে৷ কিন্তু তাও সতর্কতামূলক বিষয়ের জন্য তাঁর দ্বিতীয়বার কোভিড ১৯ পরীক্ষা হয় ৷ সেখানেও তার রিপোর্ট নেগেটিভ হওয়ায় স্বস্তি গোটা ইংল্যান্ড শিবিরে ৷

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) ট্যুইট করে জানায় যে, জোফ্রা আর্চারের কোভিড ১৯ -র ফল নেগেটিভ এসেছে ৷ এর ফলে এজেস বাউলে এ বার পুরো দলের সঙ্গে যোগ দেবেন ৷ দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে তিনিও অনুশীলন করতে পারবেন ৷ তবে এঁদের ট্রেনিং ক্লোজড ডোর হবে ৷

ইসিবি- নিজের বয়ানে জানিয়েছে, ‘আর্চার আর ওঁর বাড়ির সদস্যদের কোভিড ১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে তাই এ বার শুক্রবারের পর দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি ৷ ’

পাকিস্তান ক্রিকেটারদের হবে করোনা পরীক্ষা ৷ ইংল্যান্ড সফরের আগে তাঁদের করোনা-র মারাত্মক প্রভাব পড়েছে ৷ ১০ জন ক্রিকেটারে আগের পরীক্ষায় পজিটিভি এসেছিলেন ৷ এরপর বুধবার মহম্মদ হাফেজ নিজে দ্বিতীয়বার করোনা পরীক্ষা করে রিপোর্ট আপলোড করেছিলেন । সেখানে জানিয়ে দেওয়া হয় তার রিপোর্ট নেগেটিভ ৷ সমস্ত ক্রিকেটারের ফের একবার কোভিড টেস্ট করিয়েছেন ৷ বৃহস্পতিবার ১৮ জন ক্রিকেটার ও ১১ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা হয়েছে ৷ শনিবার সকলেরই টেস্ট রিপোর্ট আসবে ৷

 
Published by: Debalina Datta
First published: June 26, 2020, 3:48 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर