Commonwealth Games: ২০৩০ কমনওয়েলথ গেমস কি আহমেদাবাদে? ইতিহাস গড়তে পারে ভারত

Last Updated:

কমনওয়েলথ স্পোর্টের নির্বাহী বোর্ড ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের প্রস্তাবিত আয়োজক শহর হিসেবে ভারতের আহমেদাবাদের নাম (Ahmedabad) সুপারিশ করার সিদ্ধান্ত নিশ্চিত করেছে। ২০১০ সালে ভারতের রাজধানী দিল্লিতে CWG আয়োজিত হয়েছিল।

Commonwealth Games Image: Reuters
Commonwealth Games Image: Reuters
কমনওয়েলথ স্পোর্টের নির্বাহী বোর্ড ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের প্রস্তাবিত আয়োজক শহর হিসেবে ভারতের আহমেদাবাদের নাম (Ahmedabad )সুপারিশ করার সিদ্ধান্ত নিশ্চিত করেছে। ২০১০ সালে ভারতের রাজধানী দিল্লিতে CWG আয়োজিত হয়েছিল। তবে আমদাবাদে কমনওয়েলথ গেমস হবে কি না তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২৬ নভেম্বর ২০২৫ তারিখে গ্লাসগোতে কমনওয়েলথ স্পোর্ট জেনারেল অ্যাসেম্বলিতে।
কমনওয়েলথ স্পোর্ট ইভ্যালুয়েশন কমিটির তত্ত্বাবধানে বিভিন্ন প্রক্রিয়া পর আমদাবাদকে সুপারিশ করা হয়েছে। ভারতের আহমেদাবাদ ছাড়াও নাইজেরিয়ার আবুজা কমনওয়েলথ গেমস আয়োজনের তালিকায় রয়েছে।
advertisement
এই সুপারিশটি ভারতের ক্রীড়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। ২০৩০ কমনওয়েলথ গেমস এই প্রতিযোগিতার ১০০ বছর। ১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল প্রথম কমনওয়েলথ গেমস, তাই শতবর্ষে ভারতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে ইতিহাস তৈরি হবে। গ্লাসগো ২০২৬ দ্রুত এগিয়ে আসছে। তারপরেই প্রস্তুতি শুরু হবে ২০৩০-এর।
advertisement
কমনওয়েলথের সবচেয়ে জনবহুল দেশ ভারত। কমনওয়েলথ গেমসে সাফল্যের রেকর্ডও রয়েছে ভারতের হাতে, বার্মিংহাম ২০২২-এ পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। ২০২৬-এও যাতে সাফল্য আসে, চলছে প্রস্তুতি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Commonwealth Games: ২০৩০ কমনওয়েলথ গেমস কি আহমেদাবাদে? ইতিহাস গড়তে পারে ভারত
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement