Commonwealth Games 2022: মিক্সড ইভেন্টে দুরন্ত সিন্ধু ,লক্ষ্যরা, ফাইনালে উঠে পদক নিশ্চিত করল ভারত

Last Updated:

এরপর ২ বারের অলিম্পিক্স পদক জয়ী পিভি সিন্ধু ১৯ তম স্থানে থাকা জিয়া মিন ইও কে ২১ -১১, ২১-১২ তে হারিয়ে দেন৷ 

#বার্মিংহ্যাম: লক্ষ্য সেন বর্তনাব ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লো কীন য়ু কে হারিয়ে  এবং ভারত সিঙ্গাপুরকে ৩-০ হারিয়ে কমনওয়েলথ গেমসে মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছে গেল৷ সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি -র জুটি সেমিফাইনালের প্রথম ম্যাচে কেই টেরি হি এবং অ্যান্ড্রু জুন কিয়ানকে হারিয়ে ভারতকে এগিয়ে দিয়েছিল৷ খেলার ফল ২১-১১, ২১-১২৷
এরপর ২ বারের অলিম্পিক্স পদক জয়ী পিভি সিন্ধু ১৯ তম স্থানে থাকা জিয়া মিন ইও কে ২১ -১১, ২১-১২ তে হারিয়ে দেন৷
advertisement
লো ওর কিনের মধ্যে তৃতীয় লড়াইতে সকলের নজর ছিল৷ বিশ্ব ক্রমতালিকার দশ নম্বরে থাকা লক্ষ্য সেন এবং ৯ নম্বরেথাকা কীনের হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে হচ্ছিল৷ সেন এই লড়াইেও প্রতিপক্ষকে বিশেষ কিছু করার সু়যোগ দেননি৷ খেলার ফল ২১-১৮, ২১-১৫৷ জয়ের পর লক্ষ্য সেন জানিয়েছেন , ‘‘এটা ভাল ম্যাচ ছিল, আমি জানতাম কীভাবে খেলব আর আমার রণনীতি কী হবে৷ আমি খুশি ভারত ফের একবার ফাইনালে পৌঁছে গেছে৷ ’’
advertisement
এদিকে এদিনের জয়ের পর কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে ভারতের পদক নিশ্চিত হল৷
বাংলা খবর/ খবর/খেলা/
Commonwealth Games 2022: মিক্সড ইভেন্টে দুরন্ত সিন্ধু ,লক্ষ্যরা, ফাইনালে উঠে পদক নিশ্চিত করল ভারত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement