Commonwealth Games 2022: মিক্সড ইভেন্টে দুরন্ত সিন্ধু ,লক্ষ্যরা, ফাইনালে উঠে পদক নিশ্চিত করল ভারত

Last Updated:

এরপর ২ বারের অলিম্পিক্স পদক জয়ী পিভি সিন্ধু ১৯ তম স্থানে থাকা জিয়া মিন ইও কে ২১ -১১, ২১-১২ তে হারিয়ে দেন৷ 

#বার্মিংহ্যাম: লক্ষ্য সেন বর্তনাব ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লো কীন য়ু কে হারিয়ে  এবং ভারত সিঙ্গাপুরকে ৩-০ হারিয়ে কমনওয়েলথ গেমসে মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছে গেল৷ সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি -র জুটি সেমিফাইনালের প্রথম ম্যাচে কেই টেরি হি এবং অ্যান্ড্রু জুন কিয়ানকে হারিয়ে ভারতকে এগিয়ে দিয়েছিল৷ খেলার ফল ২১-১১, ২১-১২৷
এরপর ২ বারের অলিম্পিক্স পদক জয়ী পিভি সিন্ধু ১৯ তম স্থানে থাকা জিয়া মিন ইও কে ২১ -১১, ২১-১২ তে হারিয়ে দেন৷
advertisement
লো ওর কিনের মধ্যে তৃতীয় লড়াইতে সকলের নজর ছিল৷ বিশ্ব ক্রমতালিকার দশ নম্বরে থাকা লক্ষ্য সেন এবং ৯ নম্বরেথাকা কীনের হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে হচ্ছিল৷ সেন এই লড়াইেও প্রতিপক্ষকে বিশেষ কিছু করার সু়যোগ দেননি৷ খেলার ফল ২১-১৮, ২১-১৫৷ জয়ের পর লক্ষ্য সেন জানিয়েছেন , ‘‘এটা ভাল ম্যাচ ছিল, আমি জানতাম কীভাবে খেলব আর আমার রণনীতি কী হবে৷ আমি খুশি ভারত ফের একবার ফাইনালে পৌঁছে গেছে৷ ’’
advertisement
এদিকে এদিনের জয়ের পর কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে ভারতের পদক নিশ্চিত হল৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Commonwealth Games 2022: মিক্সড ইভেন্টে দুরন্ত সিন্ধু ,লক্ষ্যরা, ফাইনালে উঠে পদক নিশ্চিত করল ভারত
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement