কোপার শেষ আটে কলম্বিয়া, বড় জয় পেল আমেরিকাও

Last Updated:

কলম্বিয়া: ২ ( বাক্কা-১২', রদ্রিগেজ- ৩০') প্যারাগুয়ে : ১ ( আয়ালা-৭১')

কলম্বিয়া: ২ ( বাক্কা-১২', রদ্রিগেজ- ৩০')
প্যারাগুয়ে :  ১ ( আয়ালা-৭১')
#ক্যালিফোর্নিয়া: হামেস রদ্রিগেজের গোলে কোপার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া। প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ আটে জায়গা নিশ্চিত করল হোসে পেকারম্যানের দল।
advertisement
কাঁধে চোট, তিনি অনিশ্চিত। প্যারাগুয়ে ম্যাচের আগে পর্যন্ত হামেস রদ্রিগেজকে নিয়ে এই ধোঁয়াশা তৈরি করা হয়েছিল। কিন্তু এদিন প্রথম এগারোতে এই তারার নাম রেখে ফাটকা খেললেন আর্জেন্টাইন কোচ হোসে পেকারম্যান। আর তাতেই কেল্লা ফতে।
advertisement
ম্যাচের আট মিনিটেই কার্লোস বাক্কার গোল থেকে এগিয়ে যায় কলম্বিয়া। ৩০ মিনিটে দ্বিতীয় ছোবল। প্যারাগুয়ের ডিফেন্ডারদের বোকা বানাতে কোনও ভুল করেননি রদ্রিগেজ। ৭১ মিনিটে আয়লার দূরপাল্লা দুরন্ত গোল যখন হল, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। দু’ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে শতবর্ষের কোপার শেষ আটে পৌঁছল কলম্বিয়া।
এদিকে স্বস্তি ফিরল মার্কিন শিবিরেও। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই কলম্বিয়ার কাছে হার হজম করতে হয়েছিল  শতবর্ষের কোপায় ঘরের মাঠে প্রথম জয় পেল আমেরিকা। কোস্টারিকাকে ৪-০ গোলে উড়িয়ে দিলেন মার্কিনরা।
advertisement
একেই সপ্তাহের মাঝের একটা দিন। তার উপর প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হার। তাতে অবশ্য কিছুই আসে যায় না। দেশের ম্যাচ দেখতে স্টেডিয়াম ভরিয়ে ছিলেন মার্কিন সমর্থকরা। কলম্বিয়া ম্যাচের ভুল শুধরে এদিন দল তৈরি করেছিলেন য়ুরগেন ক্লিন্সম্যানও। নিটফল ৯০ মিনিট পর কোস্টারিকার কফিনে চার গোলের পেরেক ঠুকে মাঠ ছাড়ল আমেরিকা। ন’মিনিটে পেনাল্টি থেকে দেশকে এগিয়ে দেন ডেম্পসি। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান জোন্স। পাঁচ মিনিটের মধ্যেই এবার গোল উডের। আর শেষ বেলায় চার শূন্য জুসির গোলে। দু’ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ আটে যাওয়ার আশা এখনও ছাড়ছে না আমেরিকা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কোপার শেষ আটে কলম্বিয়া, বড় জয় পেল আমেরিকাও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement