মেয়ের নাম রেখেও ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন গেইল !

Last Updated:

তাঁর বান্ধবী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলে আইপিএলের মাঝপথেই জামাইকা উড়ে গিয়েছিলেন ক্রিস গেইল ৷ ‘ক্যারিবিয়ান দৈত্য’ তাঁর মেয়ের নাম কি রেখেছেন জানেন ? ব্লাশ ! হ্যাঁ, এই ব্লাশ শব্দটাই কিছুদিন আগে চরম বিতর্কে ফেলে দিয়েছিল গেইলকে ৷ কিন্তু আশ্চর্যজনকভাবে নিজের মেয়ের নামও রাখলেন ব্লাশ ৷

#জামাইকা: তাঁর বান্ধবী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলে আইপিএলের মাঝপথেই জামাইকা উড়ে গিয়েছিলেন ক্রিস গেইল ৷ ‘ক্যারিবিয়ান দৈত্য’ তাঁর মেয়ের নাম কি রেখেছেন জানেন ? ব্লাশ ! হ্যাঁ, এই ব্লাশ শব্দটাই কিছুদিন আগে চরম বিতর্কে ফেলে দিয়েছিল গেইলকে ৷ কিন্তু আশ্চর্যজনকভাবে নিজের মেয়ের নামও রাখলেন ব্লাশ ৷ অস্ট্রেলিয়ায় চলতি বছর টি২০ লিগ বিগ ব্যাশে খেলার সময় এক মহিলা টিভি সঞ্চালককে গেইল প্রেম নিবেদন করেছিলেন নিজের স্টাইলেই ৷ ম্যাচের পর তাঁর সঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব লাইভ সাক্ষাৎকারের মাঝেই দিয়ে বসেন গেইল ৷ কী বলবেন বুঝতে না পেরে চুপ করে যান ওই মহিলা সঞ্চালক ৷ তখন গেইল তাঁকে বলেন, ‘‘"ডোন্ট ব্লাশ বেবি।" এর জন্য বিগ ব্যাশে খেলাই বন্ধ হয়ে যায় ক্যারিবিয়ান ওপেনারের ৷ কিন্তু এসবের মধ্যেও নিজের মেয়ের নাম ব্লাশ রেখে গেইল বুঝিয়ে দিলেন, কোনও সমালোচনাতেই তিনি কান দেন না ৷ জীবন কাটান নিজের স্টাইলেই ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মেয়ের নাম রেখেও ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন গেইল !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement