Peng Shuai sex assault: প্রাণের ভয়ে আবার চিনা নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খন্ডন পেং শুয়াইয়ের

Last Updated:

Peng Shuai again denies sexual assault charges on her. ফরাসি সংবাদমাধ্যমের কাছে ফের ধর্ষণের অভিযোগ খন্ডন পেংয়ের

প্রাণের ভয়ে আবার চিনা নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খন্ডন পেং 
শুয়াইয়ের
প্রাণের ভয়ে আবার চিনা নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খন্ডন পেং শুয়াইয়ের
#বেজিং: চিনের সরকারের বিরুদ্ধে মুখ খোলা মানে মৃত্যুর সামিল। এই ঝুঁকি কে নিতে চায়? জীবন আগে না সম্মান? বাঁচতে চাইলে মুখ বন্ধ রাখতে হবে। এটাই অলিখিত নিয়ম লাল চিনে। যৌন হায়রানি হওয়ার কথা আবারও অস্বীকার করলেন চিনের টেনিস তারক পেং শুয়াই। তিনি জানিয়েছে, কারোর বিরুদ্ধে কখনও তিনি যৌন হেনস্থার অভিযোগ আনেননি। সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পেং।
গত বছর নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় টেনিসের ডবলসে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা যৌন হায়রানির অভিযোগ করেছিলেন চিনের প্রাক্তন ভাইস প্রিমিয়ার ঝাং গাওলির বিপক্ষে। তিনি জানিয়েছিলেন, এক বছরের সম্পর্কে ঝাং গাওলি তাঁকে যৌনক্রিয়ায় অংশ নিতে বাধ্য করে ছিলেন। পেং শুয়াইয়ের করা এই পোস্ট ভাইরাল হয়ে গেলে সন্তর্পনে তা মুছে ফেলেন পেং এবং তার পর তিন সপ্তাহ তাঁর দেখা পাওয়া যায়নি জনসাধরণের মধ্য়ে।
advertisement
পাশাপাশি পেং শুয়াইয়ের কোনও খোঁজ দিতে পারেননি তাঁর কাছের মানুষেরাও। প্রায় তিন সপ্তাহ পর বেশ কিছু ইভেন্টে ফের দেখা যায় পেং শুয়াইকে। ডিসেম্বরে একটি ইভেন্টে এসে নিজের করা ওই পোস্টে যৌন হেনস্থার কথা তিনি যে লিখেছিলেন সেটাই অস্বীকার করেন পেং। ওই ইভেন্টে এসে ফরাসি স্পোর্টস ডেইলি এল'ইকুইপকে পেং শুয়াই বলেছেন, আমি কখনও বলিনি কেউ আমায় কোনও ভাবে যৌন হেনস্থা করেছে।
advertisement
advertisement
সেখানেই তিনি জানিয়েছিলেন ওয়েইবো-তে করা তাঁর সেই পোস্ট তিনি নিজেই মুছে ফেলেছিলেন। টুইটারের মতোই প্ল্যাটফর্ম হল ওয়েবো। চিন নিজেদের দেশের নাগরিকদের জন্য এই প্ল্যাটফর্ম তৈরি করেছে। প্রথমে মনে করা হয়েছিল চিনের সরকার যারা নিজেদের কোনও রকম খারাপ শুনতে গড়রাজি তারাই এই পোস্ট ডিলিট করে দিয়েছিল।
advertisement
ডিসেম্বরে পেং শুয়াই নিজের তোলা অভিযোগ নিজেই অস্বীকার করলেও তাঁর বয়ানে সন্তুষ্ট ছিল না মহিলা টেনিস অ্যাসোসিয়েশন। বরং তাকে ভয় দেখিয়ে মুখ বন্ধের চেষ্টা হচ্ছে এমনটাই বিশ্বাস ছিল টেনিস অ্যাসোসিয়েশনের। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাক পর্যন্ত পেং শুয়াইয়ের ব্যাপারটা নিয়ে সন্দিহান ছিলেন।
তবে ফরাসি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এই মহিলা টেনিস তারকার পেছনে উপস্থিত ছিলেন চিনের অলিম্পিক কমিটির চিফ অফ স্টাফ ওয়াং কান। অর্থাৎ টেনিস তারকা ওপর যে জিনপিং সরকারের নজরদারি রয়েছে সেটা পরিষ্কার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Peng Shuai sex assault: প্রাণের ভয়ে আবার চিনা নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খন্ডন পেং শুয়াইয়ের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement