১৬ বছরের ভারতের গ্র্যান্ডমাস্টারের বড় অঘটন, ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমকে দিলেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
র্যাপিড চেস (chess) টুর্নামেন্ট এয়ারথিংঙ্গস মাস্টার্স (Airthings Masters) অষ্টম পর্বে ১৬ বছরের প্রাগনন্দা দুনিয়ার এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে (magnus carlsen) হারিয়ে দেন৷ প্রাগনন্দা ( r praggnanandhaa)
#চেন্নাই: ভারতের যুব গ্র্যান্ডমাস্টার আর প্রাগনন্দা ( r praggnanandhaa) সোমবার এক দারুণ অঘটন ঘটিয়ে দেন৷ অনলাইন র্যাপিড চেস (chess) টুর্নামেন্ট এয়ারথিংঙ্গস মাস্টার্স (Airthings Masters) অষ্টম পর্বে ১৬ বছরের প্রাগনন্দা দুনিয়ার এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে (magnus carlsen) হারিয়ে দেন৷ প্রাগনন্দা ( r praggnanandhaa) সোমবার সকালের দানে কালো ঘুঁটি নিয়ে খেলছিলেন৷ তিনি মাত্র ৩৯ চালে কার্লসেনকে (magnus carlsen) হারিয়ে দেন৷ এই ভাবে তিনি কার্লসেনের বিজয় অভিযানের ওপর ফুলস্টপ বসিয়ে দিলেন৷ কার্লসেন এই বছরের প্রথম তিনটি বাজি জিতেছিলেন৷
advertisement
ভারতীয় গ্র্যান্ডমাস্টার এই জয়ের ফে আট অঙ্কে রয়ে গেলেন৷ আর অষ্টম রাউন্ডের পরে তিনি সংযুক্তভাবে ১২ নম্বরে রয়েছেন৷ গত পর্বে তিনি নিজের প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেননি৷ আর প্রাগনন্দা ( r praggnanandhaa) কার্লসেনের বিরুদ্ধে জয় দাবার (Chess) দুনিয়ায় চাঞ্চল্য তৈরি করেছে৷ এছাড়া ভারতীয় গ্র্যান্ডমাস্টার ২ টি রাউন্ড ড্র করেছিলেন এবং চারটি রাউন্ডে হেরেছিলেন৷
advertisement
অনীশ গিরি এবং লিমের বিরুদ্ধে ড্র করেছে বাজি৷ অন্যদিকে এরিক হৈনসেন, ডিঙ্গ লিরেন , জান ক্রিজস্টোফ ডুডা এবং শখরিয়ার মামেদয়ারোবের কাছে তাঁকে হারতে হয়েছে৷ কিছু মাস আগে নরওয়ের কার্লসেনকে হারানো রাশিয়ার ইয়ান নেরোমনিয়াচচি ১৯ পয়েন্টের সঙ্গে শীর্ষে রয়েছেন৷
advertisement
এরপরে ডিঙ্গ লিরেন আর হৈনসেন (১৫ পয়েন্ট) নম্বর আছে৷ এয়ারথিঙ্গস মাস্টার্স ১৬ খেলোয়াড় অংশ নিয়েছেন৷ প্রারম্ভিক পর্যায়ে এখন সাত পর্বের বাজি খেলা বাকি রয়েছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2022 2:47 PM IST