#চেন্নাই: ভারতের যুব গ্র্যান্ডমাস্টার আর প্রাগনন্দা ( r praggnanandhaa) সোমবার এক দারুণ অঘটন ঘটিয়ে দেন৷ অনলাইন র্যাপিড চেস (chess) টুর্নামেন্ট এয়ারথিংঙ্গস মাস্টার্স (Airthings Masters) অষ্টম পর্বে ১৬ বছরের প্রাগনন্দা দুনিয়ার এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে (magnus carlsen) হারিয়ে দেন৷ প্রাগনন্দা ( r praggnanandhaa) সোমবার সকালের দানে কালো ঘুঁটি নিয়ে খেলছিলেন৷ তিনি মাত্র ৩৯ চালে কার্লসেনকে (magnus carlsen) হারিয়ে দেন৷ এই ভাবে তিনি কার্লসেনের বিজয় অভিযানের ওপর ফুলস্টপ বসিয়ে দিলেন৷ কার্লসেন এই বছরের প্রথম তিনটি বাজি জিতেছিলেন৷
এরপরে ডিঙ্গ লিরেন আর হৈনসেন (১৫ পয়েন্ট) নম্বর আছে৷ এয়ারথিঙ্গস মাস্টার্স ১৬ খেলোয়াড় অংশ নিয়েছেন৷ প্রারম্ভিক পর্যায়ে এখন সাত পর্বের বাজি খেলা বাকি রয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chess, Grandmaster