Ind vs WI: অধিনায়ক হয়েই নজির, Rohit Sharma যা করলেন ভারতীয় কোনও অধিনায়কের নেই
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Indian Captain Rohit Sharma: ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আগামী ২ বছরে রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে এক অন্য মাত্রায় পৌঁছে দেবেন৷
#কলকাতা: কলকাতা রোহিত শর্মার (Rohit Sharma) জন্য চিরকালই পয়া৷ কখনও রোহিতকে ফেরায় না৷ এবারেও ফেরাল না৷ হয়ত ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma) বড় রান করতে পারলেন না৷ কিন্তু অধিনায়ক রোহিত শর্মাকে এমন নজির গড়তে দিল যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে কোনও ভারতীয় অধিনায়কের নেই৷ রোহিত শর্মা প্রথম ভারতীয় অধিনায়ক (Rohit Sharma Record) হিসেবে ওয়ান ডে (ODI) এবং টি টোয়েন্টি (T20) দুটি আলাদা ফর্ম্যাটে বিপক্ষ দলকে হোয়াইট ওয়াশ করার নজির গড়লেন৷ এর আগে কোনও ভারত অধিনায়ক (Indian Captain Rohit Sharma) পরপর দুটি আলাদা ফর্ম্যাটের সিরিজে বিপক্ষকে হোয়াইট ওয়াশ করেনি৷ অধিনায়ক রোহিত শর্মা এমন নজির গড়েছেন যা চিরকাল ভারতের ক্রিকেট ইতিহাস বইয়ে আলাদা জায়গা করে নিয়েছে৷
এদিকে রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে তৃতীয় টি টোয়েন্টি (T20) ম্যাচেও ভারত হারাল ওয়েস্টইন্ডিজকে৷ এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান করে৷ দলের হয়ে সর্বোচ্চ রান করেন সূর্যকুমার যাদব৷ ৩১ বলে ৬৫ রান করেন তিনি৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ১ টি চার ও ৭ টি ছয় দিয়ে৷ এদিকে এদিন ভারতের রান ঝড়ের গতিতে এগিয়ে নিয়ে যেতে সূর্যকুমার যাদবকে জোর সঙ্গত করেন ভেঙ্কটেশ আইয়ারকে৷ তিনি ১৯ বলে ৩৫ রানের দারুণ ইনিংস খেলেন৷
advertisement
advertisement
পরে বল হাতেও দারুণ সফল ভেঙ্কটেশ আইয়ারও৷ তিনি ২ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন৷ এদিনে অবশ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য ম্যাচ দুটোই হয়েছেন সূর্যকুমার যাদব৷
advertisement
তরুণ প্লেয়ারদের ওপর তিনি আস্থা রাখবেন বলে সরাসরি বার্তা দিয়েছেন রোহিত শর্মা (Indian Captain Rohit Sharma)৷ এবার তিনি প্রমাণ করলেন তিনি দারুণভাবেই অধিনায়কত্বের ব্যাটন সামলাবেন৷
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আগামী ২ বছরে রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে এক অন্য মাত্রায় পৌঁছে দেবেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 20, 2022 11:35 PM IST