Viral Video: ২ বছরের অপেক্ষার পর ছেলের সঙ্গে দেখা, ভাইরাল শিখর ধাওয়ানের ভিডিও

Last Updated:

শিখর ধাওয়ান (shikhar dhawan) প্রায় ২ বছর বাদে নিজের ছেলে জোরাবরের ( zoravar) সঙ্গে দেখা করলেন৷

Viral Video: shikhar dhawan meet with his son zoravar after 2 years video goes viral- Photo Courtesy- Instagram/ Video Grab
Viral Video: shikhar dhawan meet with his son zoravar after 2 years video goes viral- Photo Courtesy- Instagram/ Video Grab
#নয়াদিল্লি:  শিখর ধাওয়ান (shikhar dhawan)  প্রায় ২ বছর বাদে নিজের ছেলে জোরাবরের ( zoravar) সঙ্গে দেখা করলেন৷ ২ বছর ধরে দেখা হয়নি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন৷ ছেলেকে দেখার পর আর অধীর আগ্রহ আর ধরে রাখতে পারেননি৷ দৌড়ে গিয়ে ছেলেকে জোরাবরের ( zoravar) কোলে তুলে নেন৷ নিজের প্রোফাইল থেকে শেয়ার করা এই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷   আসলে শিখর ধাওয়ানের ছেলে জোরাবর ২০২০ অগাস্ট থেকে অস্ট্রেলিয়াতেই ছিলেন৷ বিভিন্ন রেস্ট্রিকশন এবং প্রতিবন্ধকতা ও নিয়েমর কারণে ছেলের সঙ্গে দেখা হয়নি৷ জোরাবর নিজের বোন আলিয়ার সঙ্গে বাবার কাছে এসেছেন৷
ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান (Sikhar Dhawan) ভিডিও (Viral Video) শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন , আমার ছেলের সঙ্গে দেখা হয়নি ২ বছর হয়ে গেছে৷ ওর সঙ্গে খেলা, ওকে গলা জড়িয়ে ধরা, ওর সঙ্গে কথা বলা- ওর সঙ্গে ভীষণ আবেগতাড়িত আমি৷ এটা সেই মুহূর্ত যা সব সময়ে মনে থাকবে৷
advertisement
advertisement
দেখে নিন সেই শিখর ধাওয়ান (Sikhar Dhawan) ও জোরাবরের ( zoravar) দেখা হয়ে আবেগপ্রবণ হওয়ার সেই  ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
শিখর ধাওয়ান (Sikhar Dhawan)  এখন ভারতীয় দলের বাইরে রয়েছেন৷ সামনে মাস থেকে শুরু হয়ে যাবে আইপিএল ২০২২ (IPL 2022) ৷ শিখর ধাওয়ান এই মরশুমে পঞ্জাব কিংসের অধিনায়কত্ব করবেন৷ মাঝের এই ব্রেকের সময়টা তিনি নিজের ছেলের সঙ্গে কাটাবেন৷
ব্রেকে তিনি নিজের ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন৷ গত বছর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পোস্ট করে শিখর ধাওয়ানের স্ত্রী আয়েশা জানিয়েছিলেন তাঁরা আলাদা হয়ে গেছেন৷ আয়েশা মুখোপাধ্যায় ও শিখর ধাওয়ানের বিবাহ বিচ্ছেদের খবর সেই সময় চর্চার বিষয় হয়েছিল৷ আয়েশা মুখোপাধ্যায় লম্বা একটি ইনস্টাগ্রাম পোস্ট করে জানিয়েছিলেন দুবাবের ডিভোর্সের পর তিনি কী অনুভব করেন৷ কিন্তু আয়েশা এই বিষয়ে বিবৃতি দিলেও শিখর ধাওয়ানএখনও এই বিষয়ে মুখ খোলেননি৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: ২ বছরের অপেক্ষার পর ছেলের সঙ্গে দেখা, ভাইরাল শিখর ধাওয়ানের ভিডিও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement