Viral Video: ২ বছরের অপেক্ষার পর ছেলের সঙ্গে দেখা, ভাইরাল শিখর ধাওয়ানের ভিডিও

Last Updated:

শিখর ধাওয়ান (shikhar dhawan) প্রায় ২ বছর বাদে নিজের ছেলে জোরাবরের ( zoravar) সঙ্গে দেখা করলেন৷

Viral Video: shikhar dhawan meet with his son zoravar after 2 years video goes viral- Photo Courtesy- Instagram/ Video Grab
Viral Video: shikhar dhawan meet with his son zoravar after 2 years video goes viral- Photo Courtesy- Instagram/ Video Grab
#নয়াদিল্লি:  শিখর ধাওয়ান (shikhar dhawan)  প্রায় ২ বছর বাদে নিজের ছেলে জোরাবরের ( zoravar) সঙ্গে দেখা করলেন৷ ২ বছর ধরে দেখা হয়নি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন৷ ছেলেকে দেখার পর আর অধীর আগ্রহ আর ধরে রাখতে পারেননি৷ দৌড়ে গিয়ে ছেলেকে জোরাবরের ( zoravar) কোলে তুলে নেন৷ নিজের প্রোফাইল থেকে শেয়ার করা এই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷   আসলে শিখর ধাওয়ানের ছেলে জোরাবর ২০২০ অগাস্ট থেকে অস্ট্রেলিয়াতেই ছিলেন৷ বিভিন্ন রেস্ট্রিকশন এবং প্রতিবন্ধকতা ও নিয়েমর কারণে ছেলের সঙ্গে দেখা হয়নি৷ জোরাবর নিজের বোন আলিয়ার সঙ্গে বাবার কাছে এসেছেন৷
ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান (Sikhar Dhawan) ভিডিও (Viral Video) শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন , আমার ছেলের সঙ্গে দেখা হয়নি ২ বছর হয়ে গেছে৷ ওর সঙ্গে খেলা, ওকে গলা জড়িয়ে ধরা, ওর সঙ্গে কথা বলা- ওর সঙ্গে ভীষণ আবেগতাড়িত আমি৷ এটা সেই মুহূর্ত যা সব সময়ে মনে থাকবে৷
advertisement
advertisement
দেখে নিন সেই শিখর ধাওয়ান (Sikhar Dhawan) ও জোরাবরের ( zoravar) দেখা হয়ে আবেগপ্রবণ হওয়ার সেই  ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
শিখর ধাওয়ান (Sikhar Dhawan)  এখন ভারতীয় দলের বাইরে রয়েছেন৷ সামনে মাস থেকে শুরু হয়ে যাবে আইপিএল ২০২২ (IPL 2022) ৷ শিখর ধাওয়ান এই মরশুমে পঞ্জাব কিংসের অধিনায়কত্ব করবেন৷ মাঝের এই ব্রেকের সময়টা তিনি নিজের ছেলের সঙ্গে কাটাবেন৷
ব্রেকে তিনি নিজের ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন৷ গত বছর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পোস্ট করে শিখর ধাওয়ানের স্ত্রী আয়েশা জানিয়েছিলেন তাঁরা আলাদা হয়ে গেছেন৷ আয়েশা মুখোপাধ্যায় ও শিখর ধাওয়ানের বিবাহ বিচ্ছেদের খবর সেই সময় চর্চার বিষয় হয়েছিল৷ আয়েশা মুখোপাধ্যায় লম্বা একটি ইনস্টাগ্রাম পোস্ট করে জানিয়েছিলেন দুবাবের ডিভোর্সের পর তিনি কী অনুভব করেন৷ কিন্তু আয়েশা এই বিষয়ে বিবৃতি দিলেও শিখর ধাওয়ানএখনও এই বিষয়ে মুখ খোলেননি৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: ২ বছরের অপেক্ষার পর ছেলের সঙ্গে দেখা, ভাইরাল শিখর ধাওয়ানের ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement