Viral News: নতুন বউকে ওজনদারি কয়েনে ওজন করলেন নতুন শাশুড়ি, ঝড়ের গতিতে ভাইরাল

Last Updated:

Viral News: নতুন বউকে এভাবে ওজন করায় ১১ লক্ষ টাকা কয়েনে পেয়েছেন৷ রাজস্থানে গত কিছুদিন আগে থেকে বিয়ের সময় নতুন বরকে যে শুভ যৌতুক কন্যাপক্ষের (Wedding) তরফ থেকে দেওয়া হয় সেটা ফেরানোর নতুন রীতি শুরু হয়েছে৷

unique welcome of bahu at sasuraal in jhunjhunu saas weighed daughter in law with coins dulhan got emotional
unique welcome of bahu at sasuraal in jhunjhunu saas weighed daughter in law with coins dulhan got emotional
#কলকাতা: রাজস্থানেও পরিস্থিতি আস্তে আস্তে বদলাচ্ছে, এখন মেয়ে ও বউদের মধ্যে পার্থক্য আস্তে আস্তে মিটে যাচ্ছে৷ এখন বউকে আর বউ না ভেবে মেয়ে হিসেবেই মানছেন বহু পরিবার৷ রাজস্থান যেখানে ভীষণভাবে এতদিন মেয়েদের বিরুদ্ধে সামাজিক বিভিন্ন অনুশাসনের বেড়ি চাপিয়ে দেওয়া হত সেখানেও এখন বদলের হাওয়া৷ বউ বিয়ে (Wedding) করা মানেই সঙ্গে প্রচুর যৌতুক সোজাকথায় দেনাপাওনায় বউকে মেপে নেওয়া এসবের চলও হালকা হলেও কমছে৷ রাজস্থানের (Rajasthan) ঝুনঝুন জেলার এক শ্বশুরবাড়ি এই পথে এক নতুন দৃষ্টান্ত শুরু করল৷ বাড়ির নতুন বউয়ের মুখ দেখার সময় এক অভিনব পদ্ধতি (Viral News) ব্যবহার করল তাঁরা৷ নতুন বউকে ওজন পাল্লায় বসিয়ে একদিকে নতুন বউকে রেখে অন্যদিকে তাঁর সমান ওজনের টাকার কয়েন রাখল শ্বশুর বাড়ি৷ এভাবেই নতুন বউকে বরণ করে নিল তাঁরা৷
নতুন বউকে এভাবে বরণ করে নেওয়ার ঘটনা এলাকায় অত্যন্ত জনপ্রিয় হয়েছে৷ তাঁদের এভাবে বউকে মেয়ে হিসেবে বরণ করে নেওয়ার ঘটনা একেবারে ভাইরাল নিউজ (Viral News)  হয়ে গেছে৷ এলাকার মানুষজন বলছেন এইভাবে বউকে ওজন করে টাকা দিয়ে মেপে নেওয়ার ঘটনাকে একেবারে নতুন উদাহরণ হিসেবে দেখছেন সকলে৷ পুরো এলাকায় চর্চার বিষয় হয়ে গেছে এই ভাইরাল নিউজ  (Viral News) ৷
advertisement
advertisement
নতুন বউকে এভাবে ওজন করায় ১১ লক্ষ টাকা কয়েনে পেয়েছেন৷ রাজস্থানে গত কিছুদিন আগে থেকে বিয়ের সময় নতুন বরকে যে শুভ যৌতুক কন্যাপক্ষের (Wedding) তরফ থেকে দেওয়া হয় সেটা ফেরানোর নতুন রীতি শুরু হয়েছে৷
advertisement
পাওয়া তথ্য অনুযায়ি সমাজে একেবারে অনন্য উদাহরণ দিচ্ছে৷ ঝুনঝুন জেলায় মন্ড্রেলা কসবা-র কাছাকাছি ঢানির বাসিন্দা সুবেদার হবা সিংহ ধায়লের পত্নী কবিতা ধায়াল৷ সুবেদার হাওয়া সিং ধায়ালের ছেলে মনী৷ ধায়লের বিয়ে হয় কোলিন্ডার বাসিন্দার সঙ্গে৷ পাত্রী ছিলেন পুনম৷ শনিবার সকালে পুনম শ্বশুরবাড়িতে মুখদর্শনের প্রথা হয়৷
পুনমের ওজন কয়েনে ৬০ কেজি হয়৷
advertisement
শুশ্বরবাড়িতে নতুন বউয়ের মুখ দেখার সময় শাশুড়ি কবিতা ধায়ল তাঁকে ওজনদারিতে বসিয়ে ওজন করালে ওজন হয় ৬০ কিলো৷ এখনও অবধি পুরো ৬০ কেজি কয়েন গোনা হয়নি৷ পরে এই কয়েন নিজের ছেলের বউকে যৌতুক দেন নতুন শাশুড়ি৷ তাঁর এই কয়েনে এক টাকা ও ২টাকার কয়েন রয়েছে৷ নতুন বউ এই মুহূর্তে এমএসসি করছেন৷
advertisement
নতুন ধারণার জন্ম দিয়ে ভাইরাল নিউজ হয়ে যাওয়া এই পরিবারের মতে মেয়ে-বউ বাড়ির ঘরের শক্তি ও লক্ষ্মী হন৷ মেয়েদের প্রতি সমাজের চিরাচরিত ধারণার বদল ঘটিয়েছেন এই পরিবার৷ এমনিতেই রাজস্থান অনেকটাই নিজের প্রাচীন চিন্তাধারা এখনও মানে৷ এই পরিবার মনে করছেন বাড়িতে আনন্দ এনেছেন নতুন এই বউ তাই পুরো পরিবার এইভাবে আনন্দে মেতেছেন৷
advertisement
এর আগে ঝুনঝুন জেলার (Rajasthan) খাণ্ডবা গ্রামে রামকিশন এবং তাঁর স্ত্রী কৃষ্ণা নিজেদের ছেলের বউয়ের মুখে দেখতে ১১ লক্ষ টাকার গাড়ি উপহার দিয়েছিলেন৷ সেই সময় সেটাও ভাইরাল নিউজ  (Viral News) হয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: নতুন বউকে ওজনদারি কয়েনে ওজন করলেন নতুন শাশুড়ি, ঝড়ের গতিতে ভাইরাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement