'অভিশাপ' তাড়া করছে যে ক্রিকেটারকে... ফাইনাল মানেই তিনি 'ফ্লপ'!

Last Updated:

Kane Williamson- এদিন দুবাইতে মাত্র ১১ রানের মাথায় কুলদীপের হাতে ক্যাচ তুলে দেন উইলিয়ামসন। এমন শট খেলে তিনি নিজেই চূড়ান্ত হতাশ। একেবারে শিশুসুলভ ভুল করে বসলেন। তাও আবার এত বড় মঞ্চে!

News18
News18
দুবাই: কোন অভিশাপ তাড়া করছে তাঁকে! হ্য়াঁ, অভিশাপই বটে! না হলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মানেই কেন তিনি ফ্লপ! তাঁর মতো জাত ক্রিকেটার কেন বড় মঞ্চে ফেল করেন বারবার!
দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো ফাইনাল খেলা হল না তাঁর। নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মানেই যেন বিভীষিকা! এদিন ব্যাটিং করলেন। কিন্তু ফিল্ডিংয়ের সময় নামতে পারলেন না। কোয়াড্রিসেপ পেশিতে টান। তাই পুরো ফাইনাল ম্যাচটা আর খেলা হল না তাঁর।
আরও পড়ুন- ডিভোর্স এখনও হয়নি, নতুন বান্ধবী নিয়ে দুবাইতে চাহাল! কে এই সুন্দরী? নাম, পরিচয় জানা গেল
২০১৯ বিশ্বকাপে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ৩০ রান। আইসিসি ট্রফির ফাইনালে সেটাই তাঁর সর্বোচ্চ স্কোর। অথচ এই ক্রিকেটার একটা সময় ছিলেন ফ্যাব ফোর-এর একজন!তবে বারবার বড় মঞ্চে তিনি ফ্লপ। বিশ্বকাপ হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, রান পাননি, চোট পেয়েছেন। ভাগ্যের পরিহাস! নাকি কোনও অভিশাপ!
advertisement
advertisement
এদিন দুবাইতে মাত্র ১১ রানের মাথায় কুলদীপের হাতে ক্যাচ তুলে দেন উইলিয়ামসন। এমন শট খেলে তিনি নিজেই চূড়ান্ত হতাশ। একেবারে শিশুসুলভ ভুল করে বসলেন। তাও আবার এত বড় মঞ্চে! এখন প্রশ্ন হল, কেন উইলিয়ামসনকে কি আর একদিনের ক্রিকেটে দেখা যাবে! ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপে তিনি কি আর খেলবেন! চ্যাম্পিয়ন্স ট্রফি আবার ২০২৯ সালে। উইলিয়ামসন কি ততদিন ওয়ানডে কেরিয়ার রাখবেন?
advertisement
আরও পড়ুন- ২৫ বছরের পুরনো হিসেব চুকিয়ে দিল ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া
উল্লেখ্য, ২০১০ সালে ডাম্বুলায় ভারতের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক হয়েছিল উইলিয়ামসনের। অর্থাৎ প্রায় ১৪ বছরের বেশি তিনি একদিনের ক্রিকেটে খেলছেন। ২০১৫ সালে ফাইনাল খেলেন। সেবার তিনে নেমে ৩৩ বলে মাত্র ১২ রান করেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে পর্যন্ত মোট ৫৪৮ রান করেছিলেন তিনি। তার পর ফাইনাল ম্যাচে ব্যর্থ। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই রেকর্ড।। লাহোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫তম সেঞ্চুরি করেন। গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে দুরন্ত ৮১ রান। কিন্তু ফাইনালে ব্যর্থ। এবার ৫ ম্যাচে ২০০ রান করেছেন। তবে ফাইনালে তাড়া করল সেই অজ্ঞাত অভিশাপ!
বাংলা খবর/ খবর/খেলা/
'অভিশাপ' তাড়া করছে যে ক্রিকেটারকে... ফাইনাল মানেই তিনি 'ফ্লপ'!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement