ডিভোর্স এখনও হয়নি, নতুন বান্ধবী নিয়ে দুবাইতে চাহাল! কে এই সুন্দরী? নাম, পরিচয় জানা গেল

Last Updated:
Yuzvendra Chahal with RJ Mahvish- চাহালকে দেখা গেল এক রহস্যময়ীর সঙ্গে। দুবাইতে ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দেখলেন তাঁরা পাশাপাশি বসে। এখন প্রশ্ন হল, সেই রহস্যময়ীর নাম, পরিচয় কী!
1/5
বিবাহবিচ্ছেদের মামলা নাকি এখনও চলছে! তার মাঝেই পুরনো সম্পর্কের কথা ভুলে গেলেন চাহাল! তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রীর আইনজীবী জানিয়েছেন, এখনও মামলা চলছে।
বিবাহবিচ্ছেদের মামলা নাকি এখনও চলছে! তার মাঝেই পুরনো সম্পর্কের কথা ভুলে গেলেন চাহাল! তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রীর আইনজীবী জানিয়েছেন, এখনও মামলা চলছে।
advertisement
2/5
চার বছরের বিয়ে তাঁদের। তার মধ্যে তাঁরা নাকি ১৮ মাস ধরে আলাদা থাকেন! যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার ডিভোর্স-এর মামলা এখন আদালতে। জানা যাচ্ছে, তাঁদের ডিভোর্স হওয়া এখন সময়ের অপেক্ষা। তবে এরই মধ্যে কি নতুন জীবনসঙ্গী খুঁজে পেলেন চাহাল!
চার বছরের বিয়ে তাঁদের। তার মধ্যে তাঁরা নাকি ১৮ মাস ধরে আলাদা থাকেন! যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার ডিভোর্স-এর মামলা এখন আদালতে। জানা যাচ্ছে, তাঁদের ডিভোর্স হওয়া এখন সময়ের অপেক্ষা। তবে এরই মধ্যে কি নতুন জীবনসঙ্গী খুঁজে পেলেন চাহাল!
advertisement
3/5
এরই মধ্যে চাহালকে দেখা গেল এক রহস্যময়ীর সঙ্গে। দুবাইতে ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দেখলেন তাঁরা পাশাপাশি বসে। এখন প্রশ্ন হল, সেই রহস্যময়ীর নাম, পরিচয় কী!
এরই মধ্যে চাহালকে দেখা গেল এক রহস্যময়ীর সঙ্গে। দুবাইতে ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দেখলেন তাঁরা পাশাপাশি বসে। এখন প্রশ্ন হল, সেই রহস্যময়ীর নাম, পরিচয় কী!
advertisement
4/5
সেই মহিলার নাম আরজে মহভিশ। এর আগে ধনশ্রীর সঙ্গে যখন চাহালের বিবাহবিচ্ছেদের গুঞ্জন চলছিল, তখনও তাঁদের একসঙ্গে একটি পার্টির পর দেখা গিয়েছিল। তবে মাহভিশ বলেছিলেন, তাঁরা স্রেফ বন্ধু।
সেই মহিলার নাম আরজে মহভিশ। এর আগে ধনশ্রীর সঙ্গে যখন চাহালের বিবাহবিচ্ছেদের গুঞ্জন চলছিল, তখনও তাঁদের একসঙ্গে একটি পার্টির পর দেখা গিয়েছিল। তবে মাহভিশ বলেছিলেন, তাঁরা স্রেফ বন্ধু।
advertisement
5/5
দিল্লির একটি রেডিও চ্যানেলেআরজে হিসেবে কাজ করেন মাহভিশ। সোশ্যাল মিডিয়ায় তিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন। ইনস্টায় তাঁর প্রায় ১৪ লাখ ফলোয়ার্স। বিগ বস ও নেটফ্লিক্সে একটি ওয়েব সিরিজেও কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে কোনও কারণবশত তিনি কাজ করেননি।
দিল্লির একটি রেডিও চ্যানেলে আরজে হিসেবে কাজ করেন মাহভিশ। সোশ্যাল মিডিয়ায় তিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন। ইনস্টায় তাঁর প্রায় ১৪ লাখ ফলোয়ার্স। বিগ বস ও নেটফ্লিক্সে একটি ওয়েব সিরিজেও কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে কোনও কারণবশত তিনি কাজ করেননি।
advertisement
advertisement
advertisement