IND Vs NZ Final: চ্যাম্পিয়ন হয়ে শামির মাকে প্রণাম কিং কোহলির, আবেগঘন মুহূর্তে ভাসল দুবাই স্টেডিয়াম মুহূর্তে ভাইরাল ভিডিও
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বিরাট কোহলি প্রণাম করছেন মহম্মদ শামির মাকে আর সেই দৃশ্যের সাক্ষী থাকল দুবাই স্টেডিয়াম থেকে গোটা নেটদুনিয়া।
দুবাই: দীর্ঘ প্রতীক্ষার অবসান। টানা ১২ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় ভারতের। আর ভারতের এই সাফল্যের দিনে দুবাই স্টেডিয়ামে সাক্ষী থাকল নানা মুহূর্তের। ট্রফি হাতে নিয়ে ভারতীয় দলের উল্লাস ছাড়াও ক্রিকেটঅনুরাগীদের মনে স্থান পেল আরও এক আবেগঘন দৃশ্য। বিরাট কোহলি প্রণাম করছেন মহম্মদ শামির মাকে আর সেই দৃশ্যের সাক্ষী থাকল দুবাই স্টেডিয়াম থেকে গোটা নেটদুনিয়া।
রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা। হাজির ছিলেন বিরাট পত্নী অনুষ্কা থেকে রোহিত পত্নী ঋতিকারা। স্বামীদের হয়ে গলা ফাটাচ্ছিলেন তাঁরা। বাকি পরিবারের সদস্যদের মতোই গ্যালারিতে হাজির ছিলেন শামির মাও। চোট সারিয়ে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলছে ছেলে, সেই মুহূর্তের সাক্ষী থাকতে স্টেডিয়ামে হাজির ছিলেন তিনি। মায়ের সামনে উইকেটও পেলেন শামি। অল্প রানে ফিরিয়ে দিলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে।
advertisement
আরও পড়ুন: রোহিতরা চ্যাম্পিয়ন হতেই কোমর দুলিয়ে দুর্দান্ত নাচ গাভাসকরের ! ভিডিও ভাইরাল
এরপরেই এল সেই মাহেন্দ্রক্ষণ, নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই উল্লাসে ফেটে পড়ে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি। ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও নেমে আসেন মাঠে। সেই সময়েই দেখা যায়, বিরাট এবং শামি এগিয়ে আসছেন যেখানে দাঁড়িয়েছিলেন তারকা পেসারের মা। হাসিমুখে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন ‘কিং কোহলি’। কোহলিকে আশীর্বাদও করেন শামির মা। বিরাটের এমন নম্র আচরণে মুগ্ধ নেটদুনিয়া। হু হু করে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
advertisement
advertisement
This is the beautiful video of a Shami mother and virat Kohli.pic.twitter.com/Gy2jshDlv3
— Prabhat Mahto (@Mahtoji_007) March 9, 2025
Virat Kohli and Anushka Sharma after the champions Trophy 2025🏆 #Virushka #RadheRadhe#ChampionsTrophy2025 #premanandmaharaj #ViratKohli???? #TeamIndia pic.twitter.com/gFZfazm8Vo
— Sloni Rana (@imslonirana) March 9, 2025
advertisement
পাশাপাশি ভাইরাল হয়েছে বিরাটের আরও একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ম্যাচ শেষের পর অনুষ্কার সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন কিং কোহলি। এমনকি চ্যাম্পিয়নদের মেডেল এবং ব্লেজার নেওয়ার পরেও স্ত্রীর দিকে দৌড়ে যান বিরাট। স্বামী-স্ত্রীর মধ্যে মিষ্টি খুনসুটির মুহূর্তও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 10, 2025 12:37 PM IST