Sunil Gavaskar Dance: রোহিতরা চ্যাম্পিয়ন হতেই কোমর দুলিয়ে দুর্দান্ত নাচ গাভাসকরের ! ভিডিও ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Sunil Gavaskar's dance after India lift Champions Trophy: দুবাইয়ের মাঠে রবিবার ভারত জেতার পর দেখা গিয়েছে একটা দারুণ দৃশ্য ৷ তা হল কিংবদন্তি সুনীল গাভাসকরের শিশুশুলভ নাচ ! যে ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
দুবাই: যাঁরা ফাইনাল নাকি জিততে পারতেন না, তাঁরাই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিও ভারতে নিয়ে আসছেন। রবিবার রাতে ব্যর্থতার তকমাটা এক টানে ছিঁড়ে ফেলল রোহিতের টিম ইন্ডিয়া। ২০ ওভারের বিশ্বকাপ জেতার পর বার্বাডোজের ঘাস ছিঁড়ে খেয়েছিলেন রোহিত। সেই রোহিতই রবিবার দুবাইয়ে ছিলেন খানিকটা শান্ত ৷ তবে দুবাইয়ের মাঠে রবিবার ভারত জেতার পর দেখা গিয়েছে একটা দারুণ দৃশ্য ৷ তা হল কিংবদন্তি সুনীল গাভাসকরের শিশুশুলভ নাচ ! যে ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
টিম ইন্ডিয়ার দুরন্ত পারফরম্যান্সের পর এদিন বাঁধনহারা উচ্ছাসে মাততে দেখা গিয়েছে দলের ক্রিকেটার এবং সমর্থকদের। বাদ গেলেন না ৮৩-র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য কিংবদন্তি সুনীল গাভাসকরও। একেবারে শিশুদের মতোই নাচতে আর আনন্দ করতে দেখা গিয়েছে তাঁকে। নাচলেন একেবারে কোমর দুলিয়ে ৷ দেখে বোঝাই যাবে না, বয়সটা ৭০ পেরিয়ে গিয়েছে তাঁর !
advertisement
advertisement
advertisement
অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় নিজেকে আর সামলে রাখতে পারেননি সুনীল গাভাসকর। তাঁকে এরকম নাচতে দেখে চমকে যান সঞ্চালিকা মায়ান্তি ল্যাঙ্গারও ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2025 11:27 AM IST