বড় ধাক্কা খেল আরসিবি! পদপিষ্টের ঘটনার জন্য আইপিএল জয়ীদের দায়ী করল ট্রাইব্যুনাল

Last Updated:

Central Administrative Tribunal blames RCB: সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে ঘটে যাওয়া পদপিষ্টের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দায়ী করেছে। ট্রাইব্যুনাল জানায়, আরসিবি প্রয়োজনীয় অনুমতি না নিয়েই এই সমাবেশের আয়োজন করেছিল।

Photo- AP
Photo- AP
সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে ঘটে যাওয়া পদপিষ্টের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দায়ী করেছে। ট্রাইব্যুনাল জানায়, আরসিবি প্রয়োজনীয় অনুমতি না নিয়েই এই সমাবেশের আয়োজন করেছিল। একই সঙ্গে ট্রাইব্যুনাল কর্ণাটক সরকারের আইপিএস অফিসার বিকাশ কুমার বিকাশের বিরুদ্ধে জারি করা বরখাস্তের আদেশও বাতিল করেছে। গত মাসে সংঘটিত মর্মান্তিক পদপিষ্টের ঘটনার পর ওই অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
ট্রাইব্যুনালের আদেশে বলা হয়েছে,”প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে আরসিবি-ই তিন থেকে পাঁচ লক্ষ মানুষের জমায়েতের জন্য দায়ী। আরসিবি পুলিশের কাছ থেকে যথাযথ অনুমতি বা সম্মতি গ্রহণ করেনি। হঠাৎ করেই তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং সেই তথ্যের ভিত্তিতে জনসাধারণ জড়ো হয়। ০৪.০৬.২০২৫ তারিখে সময়ের স্বল্পতার কারণে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি। যথেষ্ট সময় দেওয়া হয়নি।”
advertisement
বেঙ্গালুরুর CAT বেঞ্চ, যার সদস্য ছিলেন বিচারপতি বি কে শ্রীবাস্তব এবং প্রশাসনিক সদস্য সন্থোষ মেহরা, ২৪ জুন এই মামলার রায় সংরক্ষণ রেখেছিলেন। আদেশে আরও বলা হয়েছে, “৩ জুন ও ৪ জুনের মধ্যবর্তী রাতে জনসাধারণ রাস্তায় অবস্থান করছিল এবং পুলিশ সেই জমায়েত পরিচালনায় ব্যস্ত ছিল। একই সময় রাজ্য সরকার ‘বিধান সৌধ’ প্রাঙ্গণে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল, যেখানে পুলিশ মোতায়েন ছিল। এরই মধ্যে আরসিবি কোনওরকম অনুমতি না নিয়েই হঠাৎ করে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে। পুলিশ তো মানুষ, তাদের পক্ষে মাত্র ১২ ঘণ্টার মধ্যে পুলিশ আইন বা অন্যান্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয়।”
advertisement
advertisement
জানা গিয়েছে, বিজয় মিছিল, ফ্রি পাস বিতরণ, অতিরিক্ত ভিড় এবং চিন্নাস্বামী স্টেডিয়ামে সীমিত আসনের কারণেই এই ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। যাতে অন্তত ১১ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হন। ঘটনার সময় অনেকে মাটিতে পড়ে যান, কেউ আবার বিশাল গেট টপকে ঢোকার চেষ্টা করতে গিয়ে আহত হন। পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামে প্রবেশের টিকিট না থাকা অনেক উৎসাহী দর্শক টিকিটধারীদের সঙ্গে জোর করে ঢোকার চেষ্টা করলে এই বিশৃঙ্খলা শুরু হয়, যা পরে এক ভয়াবহ পদপিষ্টের রূপ নেয়।
বাংলা খবর/ খবর/খেলা/
বড় ধাক্কা খেল আরসিবি! পদপিষ্টের ঘটনার জন্য আইপিএল জয়ীদের দায়ী করল ট্রাইব্যুনাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement