Brazil vs Argentina: গোল পেলেন না মেসি, নেইমারহীন ব্রাজিলের বিরুদ্ধে আটকে গেল আর্জেন্টিনা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Brazil vs Argentina Match 0-0 Draw: অত্যন্ত বিরক্তিকর ফুটবলই এদিন দর্শকদের দেখতে হয়েছে ৷ ব্রাজিল বা আর্জেন্টিনা কোনও দলই নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও ছিল না ৷ মেসি এদিন গোটা ম্যাচেই খেলেছেন ৷ কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি ৷
বুয়েনস আইরেস: নেইমারহীন ব্রাজিলের বিরুদ্ধে আটকে গেলেন মেসি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে গোলশূন্য ড্র হল ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূল পর্বে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ব্রাজিল। সমসংখ্যক ম্যাচ খেলে আর্জেন্টিনার পয়েন্ট ২৯ (Brazil vs Argentina Match 0-0 Draw)।
অত্যন্ত বিরক্তিকর ফুটবলই এদিন দর্শকদের দেখতে হয়েছে ৷ ব্রাজিল বা আর্জেন্টিনা কোনও দলই নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও ছিল না ৷ মেসি এদিন খেললেন গোটা ম্যাচেই ৷ কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি ৷ অন্যদিকে নেইমারকে ছাড়া ব্রাজিলকেও ছন্দে দেখা যায়নি ৷ হাইভোল্টেজ ম্যাচে মোট ফাউল হয়েছে ৪২টি ৷ এ ব্যাপারে দুই দলই সমান সমান ৷ গোলের উদ্দেশে ৯টি করে ব্রাজিল এবং আর্জেন্টিনা শট নিলেও গোল আসেনি একটিতেও ৷
advertisement
advertisement
ম্যাচের শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই উত্তাপ ছড়ায়। তবে যেমন ম্যাচ হবে বলে আশা করা হয়েছিল, তার কিছুই হয়নি ৷ ম্যাচে একাধিক ফাউলে বিঘ্ন ঘটে ফুটবলের স্বাভাবিক ছন্দ। ম্যাচের ১৭ মিনিটেই প্রথম গোলের সুযোগ পায় ব্রাজিল ৷ সহজ সুযোগ নষ্ট করেন জুনিয়র ৷ এরপর ২৪ মিনিটে দি মারিয়ার বাড়ানো বল থেকে গোল করতে পারতেন মেসি ৷ কিন্তু মেসিকে আটকে দিতে সফল ব্রাজিলীয় ডিফেন্স ৷
advertisement
🇦🇷 Argentina remain undefeated in 27 matches after 0-0 draw vs. Brazil 🇧🇷 in World Cup qualifiers 👏#Qatar2022 pic.twitter.com/6tRkgQw3iO
— beIN SPORTS USA (@beINSPORTSUSA) November 17, 2021
প্রথমার্ধে ৪১তম মিনিটে আরও একটি গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগো দে পলের দূরের পোস্টে নেওয়া শট ঝাঁপিয়ে আটকান অ্যালিসন।
advertisement
تصفيات كاس العالم 2022 | الارجنتين 0 × 0 البرازيل | لقطة ضرب نيكولاس أوتامندي من زاوية اخرى !!! 😳😳😳 HD
- @F24HQ pic.twitter.com/utCY9hVeyi — قدام عيني تبدي نجوم و تغيب (@DrynanNaida) November 17, 2021
advertisement
বিরতির পরেও ম্যাচে গোল করার সুযোগ পেয়েছিল দুই দল ৷ ৬০ মিনিটে অল্পের জন্য গোল পায়নি ব্রাজিল ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2021 9:28 AM IST