ছোট ভাই মেসির হাতেই বিশ্বকাপের ট্রফি দেখতে চান রোনাল্ডিনহো! দিলেন বিশেষ শুভেচ্ছা
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Brazil Football legend Ronaldinho wants Lionel Messi to win the FIFA World Cup in Qatar. ছোট ভাই মেসির হাতেই বিশ্বকাপের ট্রফি দেখতে চান রোনাল্ডিনহো! দিলেন বিশেষ শুভেচ্ছা
#দোহা: লিওনেল মেসির সফল ফুটবলার হয়ে ওঠার জীবনে প্রথম দিকটা তার অবদান ছিল অনেকটা। ছোট ভাইয়ের মতো আগলে রাখতেন বার্সেলোনাতে। মেসি নিজেও বহুবার স্বীকার করেছেন রোনাল্ডিনহ গাউচো ছিলেন বলেই নিজেকে আন্তর্জাতিক আঙিনায় তাড়াতাড়ি মেলে ধরতে পেরেছেন তিনি। ক্লাবে মেসি যাকে আইডল মনে করে সেই রোনালদিনহোর হাত ধরেই বার্সেলোনা অধ্যায়ের শুরুটা করেছিলেন লিওনেল মেসি।
খুব কাছ থেকে মেসিকে দেখেছেন এই ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর। মেসির তারুণ্যের সময়টাতে তাকে দিক নির্দেশনা দিয়ে সমৃদ্ধ করেছেন আজকের মেসি হওয়ার পথ। কাতার বিশ্বকাপেও তাই ছোট ভাই তুল্য মেসির খেলা দেখতে ছুটে এসেছেন রোনালদিনহো। বিশ্বকাপের সেমিফাইনালে মেসি ম্যাজিকের রাতে স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন আর্জেন্টিনার বিজয়গাঁথা।
আরও পড়ুন - `আর্জেন্টিনা আন্ডারডগ, এটাই আমাদের সুবিধে'! ফাইনালের আগে মনস্তাত্ত্বিক লড়াই শুরু মার্টিনেজের
এই মেসিকে তিনি ৫০ বছর পর্যন্ত খেলতে দেখতে চান বলে জানিয়েছেন। ফ্রেঞ্চ দৈনিক এলইকুয়েপের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, মেসির জন্য এই খেলাটা সাধারণই, তাই নয় কি? সে দীর্ঘদিন ধরেই বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে খেলে যাচ্ছে। এটা তার শেষ বিশ্বকাপ। আমি নিশ্চিত, সে সবকিছুই করবে এই ট্রফিটা জয়ের জন্য।
advertisement
advertisement
🇧🇷🗣️| #Ronaldinho | #Messi | #Qatar2022 Ronaldinho: "Messi puede jugar hasta los 50 años" El crack brasilero está en Qatar y se refirió a su ex compañero y amigo, Lionel Messi, en la previa de la gran final.https://t.co/anPP08Tsqa pic.twitter.com/5al4aSzZ6y
— Diario HOY (@diariohoynet) December 17, 2022
advertisement
আমার কাছে মনে হয়, সে ৫০ বছর পর্যন্ত খেলতে পারবে কারণ তার যে কোয়ালিটি আছে তা অন্য কারোর নেই। এ সময় এমবাপেকে নিয়েও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদিনহো। তিনি বলেন, তার খেলা দেখে আমার ভাল লেগেছে। আমি তার জন্য খুবই খুশি। সে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই করেছে এবং সে এখনো অনেক তরুণ।
advertisement
তার সবধরণের কোয়ালিটি আছে এবং ঠাণ্ডা থাকছে। ব্রাজিলিয়ানরা এই ধরণের খেলোয়াড়কে তাদের দলে রাখতে পছন্দ করে। তবে ফাইনালে মেসির প্রতি রোনালদিনোর ভোট থাকবে জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2022 1:04 PM IST