`আর্জেন্টিনা আন্ডারডগ, এটাই আমাদের সুবিধে'! ফাইনালের আগে মনস্তাত্ত্বিক লড়াই শুরু মার্টিনেজের

Last Updated:

Argentina goalkeeper Emiliano Martinez believes under dog tag will help them play better football in world cup final. ফাইনালের আগে ফ্রান্সকেই ফেভারিট ঘোষণা আর্জেন্টিনার গোলরক্ষকের

বিশ্বকাপ ফাইনালের জন্য প্রস্তুত আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ
বিশ্বকাপ ফাইনালের জন্য প্রস্তুত আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ
#দোহা: লিওনেল মেসি যদি আর্জেন্টিনা দলের হৃৎপিণ্ড হয়ে থাকেন, তাহলে তিনি দলটার শেষ প্রহরী। তিনি এমন একজন ভরসা করার মতো মানুষ যার হাত ধরে বহু কঠিন রাস্তা পেরিয়ে এসেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনাল। ৮ বছর পর আবারো বিশ্বকাপের ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা ও মেসি। তবে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জন্য এটি প্রথম বিশ্বকাপ ফাইনাল।
কিন্তু দলের সঙ্গে তিনি যেভাবে অঙ্গাআঙ্গিভাবে জড়িত তাতে কে বলবে তিনি এতটা কম অভিজ্ঞ! কোপাতে তার দৃঢ়তাতেই আর্জেন্টিনা জিতেছিল শিরোপা। সেবার ব্রাজিলে কোপা হওয়াতে সবাই ব্রাজিলকেই ফেবারিট বলেছিল আর এবার বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স হওয়াতে সবাই ফ্রান্সকেই বিশ্বকাপ জয়ের জন্য ফেবারিট ভাবছে বলে মন্তব্য করেছেন এমি মার্টিনেজ।
advertisement
advertisement
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নামার আগে এক সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, ব্রাজিলের মারাকানাতে ফাইনালে ব্রাজিলকেই ফেবারিট বলেছিল সবাই, এবার বলছে ফ্রান্সকে। এটা আমাদের জন্য সুবিধাজনকই বলা যায় তবে আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় আছে। ফ্রান্সের বিপক্ষে কৌশল নিয়ে মার্টিনেজ বলেন, আমরা তাদের খেলা দেখেছি, তারা আমাদের চরম প্রতিপক্ষও বটে।
advertisement
advertisement
এমবাপে অসাধারণ একজন ফুটবলার, তাদের দলটাও দারুণ। আমরা জানি সে সামনাসামনি কতটা ভয়ঙ্কর। আমরা আমাদের খেলাটাই খেলব। এমি মার্টিনেজ সবসময়েই মেসির জন্য নিজেকে উজাড় করে দিতে চেয়েছেন। ফাইনালের আগেও সেটি আরেকবার মনে করিয়ে দিলেন, আমি তাকে অন্য আর্জেন্টাইনদের মতই সুখী দেখছি।
আমি কোপা আমেরিকাতে অসাধারণ মেসিকে দেখেছিলাম, এবার বিশ্বকাপে তার চেয়েও অসাধারণ খেলছেন তিনি। তাকে বেশ উপভোগ করতে দেখছি যা দলের জন্য ভাল। মার্টিনেজ মনে করিয়ে দিয়েছেন আজ দল হিসেবে আর্জেন্টিনার একটাই লক্ষ্য ম্যাচটা উপভোগ করা। চাপ নিয়ে সেরাটা দেওয়া যায় না। তাই ফাইনাল হলেও নিজেদের স্বাভাবিক খেলা তুলে ধরাই লক্ষ্য নীল সাদা জার্সিধারীদের।
বাংলা খবর/ খবর/খেলা/
`আর্জেন্টিনা আন্ডারডগ, এটাই আমাদের সুবিধে'! ফাইনালের আগে মনস্তাত্ত্বিক লড়াই শুরু মার্টিনেজের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement