Indian Football: ফিফার সিদ্ধান্ত ভীষণ কড়া! আরও যা বললেন ভাইচুং, মেহেতাবরা

Last Updated:

প্রাক্তন জাতীয় দলের তারকা মিডফিল্ডার মেহতাব হোসেন এই সিদ্ধান্তের জন্য দেশের ফুটবল পরিচালনাকারী ব্যক্তিদের দায়ী করেছেন।

#কলকাতা: ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া মঙ্গলবার ফিফার ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে "অত্যন্ত কঠোর" বলে দাবি করেছেন। তবে এর ফলে ভারতীয় ফুটবলের ভবিষ্যতে ভালই হতে পারে এমনটাও ইঙ্গিত দিয়েছেন পাহাড়ি বিছে৷ তিনি দেশের ফুটবল খেলাকে শুধরে নিয়ে আয়োজনের সুযোগ হিসেবেও দেখছেন।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা মঙ্গলবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফকে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে বিশ্ব ফুটবল থেকে নির্বাসিত করে৷ এর ফলে ১১ থেকে ৩০ অক্টোবর অয়োজিত হতে চলা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপও ভারতের মাটিতে আর আয়োজিত হতে পারবে না৷
advertisement
advertisement
কেড়ে নেওয়া হয়েছে ভারতের আয়োজকের দায়িত্বভার, ভাইচুং ভুটিয়া বলেছেন, '‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে ফিফা ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করেছে এবং আমি মনে করি এই সিদ্ধান্ত খুবই কঠোর।' ’ তবে খেলায় ফেরার জন্য ফিফা যে শর্ত দিয়েছে তাতে এআইএফএফকে দ্রুত নির্বাচণের আয়োজন করার পথে হাঁটতে হবে৷ আর এটাকেই সুযোগ হিসেবে দেখছেন ভাইচুং৷ তিনি বলেছেন যে  ‘‘গুরুত্বপূর্ণ সমস্ত স্টেক হোল্ডাররা, ফেডারেশন, স্টেট অ্যাসোসিয়েশন একত্রিত হতে হবে এবং সিস্টেমটি সংস্কার করতে হবে।  এতেই আখেরে  ভারতীয় ফুটবলের উন্নতি হবে৷ ’’ অর্থাৎ তাঁর কথায় সব পক্ষকে এক হয়ে পেশাদারভাবে ভারতীয় ফুটবলের জন্য কাজ করতে হবে৷
advertisement
প্রাক্তন ভারতীয় তারকা শাব্বির আলি এটাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ভারতীয় ফুটবলের জন্য ধাক্কা বলেছেন৷ তিনি বলেছেন  ‘‘যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটি ভারতীয় ফুটবলের জন্য একটি ধাক্কা। আশা করি নির্বাচন শেষ হলেই স্থগিতাদেশ উঠে যাবে। ’’ তিনিও আশা ব্যক্ত করেছেন যে ‘‘ অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ ভারতেই হওয়া উচিত এবং আমি আশা করি সবকিছু ঠিকঠাক হবে এবং এই টুর্নামেন্টটি ভারতে আয়োজিত হবে।’’
advertisement
প্রাক্তন জাতীয় দলের তারকা মিডফিল্ডার মেহতাব হোসেন এই সিদ্ধান্তের জন্য দেশের ফুটবল পরিচালনাকারী ব্যক্তিদের দায়ী করেছেন। মেহতাব বলেছেন , ‘‘ প্রাক্তন অফিসার এবং কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) এর জন্য দায়ী।’’ তিনি আর বলেন, ‘‘ ফিফা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠানের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন তখন তাঁরা কীসের অপেক্ষায় ছিলেন। আমরা সময় হারিয়েছি এবং এখন শাস্তির কোপে পড়েছি৷’’  তিনি আরও অভিযোগের সুরে বলেন এতে কর্মকর্তাদের কোনও ক্ষতি হবে না, ক্ষতি হবে শুধু  খেলোয়াড় ও ফ্যানদের। ভারতীয় ফুটবলের জন্য এটা একটা ধাক্কা বলেন মেহেতাব৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Indian Football: ফিফার সিদ্ধান্ত ভীষণ কড়া! আরও যা বললেন ভাইচুং, মেহেতাবরা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement