পুণে থেকে শিক্ষা নিয়ে বেঙ্গালুরুতে এবার স্পোর্টিং পিচ

Last Updated:

সিরিজের বাকি টেস্টগুলিতে যাতে আর পিচ নিয়ে সমস্যায় না পড়তে হয়, তার জন্য এখন আরও বেশি সতর্ক বিসিসিআই ৷

#বেঙ্গালুরু: পুণের পিচ জঘন্য ৷ মাত্র তিনদিনেই ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শেষ হওয়ার পর এই পিচকে এমনই রিপোর্ট দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস বর্ড ৷ কেন এমন পিচ তৈরি হল, তার জবাব বিসিসিআইয়ের কাছে চেয়েছে আইসিসি ৷ ১৪ দিনের মধ্যেই সেই চিঠির জবাব দিতে হবে ভারতীয় বোর্ডকে ৷ সিরিজের বাকি টেস্টগুলিতে যাতে আর পিচ নিয়ে সমস্যায় না পড়তে হয়, তার জন্য এখন আরও বেশি সতর্ক বিসিসিআই ৷
স্পিনিং ট্র্যাক বানিয়ে নিজেদের সুবিধে করতে গিয়ে নিজেদের জালেই ধরা পড়েছে বিরাটরা। প্রশ্ন উঠেছে পিচ কিউরেটরের ভূমিকা নিয়েও। এমন অবস্থায় বেঙ্গালুরুর পিচ নিয়ে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। সূত্রের খবর, চিন্নাস্বামীতে এবার স্পোর্টিং উইকেট বানানোরই নির্দেশ দেওয়া হয়েছে। টেস্ট পাঁচদিনের আগে শেষ হওয়া মানে স্পনসরদেরও ক্ষতি ৷
তিনদিনে পুণে টেস্ট গুটিয়ে যাওয়ার পরে অনেকেই আশঙ্কা করেছিলেন পিচ নিয়ে ম্যাচ রেফারির মনোভাব নিয়ে। রিপোর্টে সরাসরি পুণের বাইশ গজকে জঘন্য বলে উল্লেখ করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্রিস ব্রড। সম্প্রতি নাগপুরের পিচকেও জঘন্য বলে উল্লেখ করেছিলেন তিনি। ব্রডের রিপোর্ট পেয়ে বোর্ডকে চিঠি দিয়েছে আইসিসি। উত্তর দেওয়ার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে। বোর্ডের উত্তর পেলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ওয়াকিবহাল মহলের দাবি, বোর্ডের উত্তরে খুশি হলে পুণেকে ছাড় দিতে পারে আইসিসি। না-হলে শাস্তি অবধারিত। এদিকে, পুণের কিউরেটর পাণ্ডুরঙ্গ সালগাওকরের পাল্টা দাবি, পিচ নিয়ে পরীক্ষা- নিরীক্ষা করেছিলেন বোর্ডের দুই কিউরেটর দলজিৎ সিং এবং ধীরাজ পারসানা। সবমিলিয়ে চাপে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই নিয়ে তিনবার পিচ নিয়ে অভিযোগের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড।
advertisement
advertisement
Photo-PTI Photo-PTI
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পুণে থেকে শিক্ষা নিয়ে বেঙ্গালুরুতে এবার স্পোর্টিং পিচ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement