দেশের হয়ে পদক জিতলেন বাংলার মেয়ে প্রণতি, আজ বাঙালির গর্বের দিন 

Last Updated:

Pranati Nayek: ফের বিশ্বের মঞ্চে ভারতকে গর্বিত করলেন বাংলার মেয়ে প্রণতি নায়েক

পদক হাতে প্রণতি নায়েক
পদক হাতে প্রণতি নায়েক
পশ্চিম মেদিনীপুর: ফের পদক জয় মেদিনীপুরের মেয়ে প্রণতি নায়েকের। ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ জিমন্যাস্টিক এ ব্রোঞ্জ জয় পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রণতি নায়েকের।
আসন্ন এশিয়ান গেমস এর আগে প্রণতির এই পদক জয় বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মেদিনীপুরের মেয়ে, জিমন্যাস্ট প্রণতি নায়েক।
তার আগেই বেশ ভাল ভাবে প্রস্তুতি সেরে নিলেন তিনি। সম্প্রতি তিনি যোগ দিয়েছিলেন হাঙ্গেরির ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ জিমন্যাস্টিক্সে। জিতলেন ব্রোঞ্জ পদক। যা আসন্ন এশিয়ান গেমসের আগে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছে ক্রীড়া মহল।
advertisement
advertisement
আরও পড়ুন- বলিউডের নায়ক ফেল! এতই হ্যান্ডসাম পাকিস্তানের এই ক্রিকেটার! প্রেমে পড়েন উর্বশী
পাশাপাশি ভারতীয় সমর্থকদের মনেও আশা জাগবে এশিয়ান গেমসে পদক জয়ের বিষয়ে। প্রণতির এই পদক জয়ে খুশির হাওয়া পিংলাতে। খুশি তার পরিবার-পরিজন থেকে আত্মীয়-স্বজনেরা।
প্রসঙ্গত, এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুবার ব্রোঞ্জ পদক জয় করেছেন জিমন্যাস্ট প্রণতি নায়েক। হাঙ্গেরির জোম্বাথেলেতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ জিমন্যাস্টিক্সে বেশ ভাল ফল করেন প্রণতি। ভল্ট ফাইনালে প্রণতি স্কোর করেন ১২.৯৬৬। যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন তিনি।
advertisement
প্রথম স্থানে ছিলেন হাঙ্গেরির গ্রেটা মায়ার। তাঁর পয়েন্ট ছিল ১৩.১৪৯। দ্বিতীয় স্থানে ছিলেন চেক প্রজাতন্ত্রের অ্যালিস ভিকোভা। ১২.৯৯৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।
তৃতীয় স্থানে প্রণতির সঙ্গে ছিলেন গ্রিসের অ্যাথানেশিয়া মেশিরি। তাঁরও পয়েন্ট ছিল ১২.৯৬৬। এর পর দুই প্রতিদ্বন্দ্বী প্রণতি এবং মেশিরির মধ্যে একটা ভল্টের টাইব্রেকার হয়। যেখানে প্রণতি স্কোর করেন ১৩. ০৬৬। মেশিরির স্কোর ছিল ১৩.০০০।
advertisement
প্রণতির বাবা শ্রীমন্ত নায়েক বলেন, মেয়ের সাফল্যে আমরা খুশি। বাবা হয়ে অত্যন্ত গর্ব অনুভব হচ্ছে। আমরা চাই মেয়ে দেশের নাম উজ্জ্বল করুক। পরবর্তীতে সোনা জয় করুক এই আমাদের বিশ্বাস।
আরও পড়ুন- পাকিস্তান ভেবেছিল ‘ফ্লাওয়ার’, শর্মাজি আজ ‘ফায়ার’! ঘাম, রক্ত ঝরছে শাহিনদের
সামনেই এশিয়ান গেমস, তারপর অলিম্পিক। বিভিন্ন বাধা-বিপত্তি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলার মেয়ে। প্রণতিকে ঘিরে আশার আলো দেখছে পিংলার প্রত্যন্ত গ্রাম।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দেশের হয়ে পদক জিতলেন বাংলার মেয়ে প্রণতি, আজ বাঙালির গর্বের দিন 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement