Bengl Wins Against Baroda In Ranji Trophy: বঙ্গ ক্রিকেটের গর্বের দিন আজ, ইতিহাস লিখে রঞ্জির ম্যাচ জিতল বাংলা

Last Updated:

Bengal vs Baroda Ranji Match 2022 Updates: চার উইকেটে বরোদাকে হারাল বাংলা। সঙ্গে রঞ্জিতে ট্রফিতে লিখল নতুন ইতিহাস।

#কটক: এমন জয় রোজ রোজ আসে না। আবার এমন জয় যেদিন আসে সেদিন নতুন করে ইতিহাস লেখা হয়। আসলে বাংলা ক্রিকেট দল এভাবেই বারবার নতুন অধ্যায় লিখেছে। যতই ঋদ্ধিমান সাহা, মনোজ তিওয়ারিরা পারফর্ম করার পরও জাতীয় দলের ডাক না পান, বাংলার ক্রিকেটের জয়ধ্বজা বরাবর উঁচুতেই থেকেছে। বরোদার বিরুদ্ধে নতুন ইতিহাস লিখে রবিবার রঞ্জির ম্যাচ জিতল বাংলা। আজ বঙ্গ ক্রিকেটের গর্বের দিন।
৮৮ রানে অলআউটের ক্ষত ছিল বাংলার। সেই ক্ষতে এদিন মলম পড়ল। অরুণ লালের দল রঞ্জির প্রথম ম্যাচেই দাঁতে দাঁত চেপে লড়ল। রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ৩২২ রান তাড়া করে ম্যাচ জিতলেন অভিমন্যু ঈশ্বরণ, ঈশাণ পোড়েল, মনোজ তিওয়ারিরা। সঙ্গে যুক্ত হল রঞ্জি ম্যাচের চতুর্থ ইনিংসে ৩৪৯ রানের বেশি তাড়া করে জেতার নজির।
advertisement
আরও পড়ুন- ঋদ্ধিমান চক্রান্তের শিকার, ক্ষোভে ফুঁসছে 'পাপালি'র শহর, লাগাতার আন্দোলনের ডাক
শাহবাজ আহমেদ অপরাজিত ৭১। অভিষেক পোড়েলের অপরাজিত ৫৩। চার উইকেটে শক্তিশালী বরোদাকে হারাল বাংলা। কটকের বারাবাটি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করেছিল বাংলা দল। ঈশান পোড়েল আগুনে বোলিং করে চার উইকেট তুলে নেন। মুকেশ কুমার নেন তিনটি। বরোদা গুটিয়ে যায় ১৮১ রানে। এর পর বাংলার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৮৮ রানে। অনেকেই ধরে নিয়েছিলেন, বাংলারহার নিশ্চিত। সেখান থেকেই লড়ে ম্যাচ জিতল বাংলা দল।
advertisement
advertisement
৯৩ রানের লিড পেয়ে গিয়েছিল বরোদা। কেদার দেবধরের দল অলআউট হয়ে যায় ২৫৫ রানে। ৩৪৯ রানের লক্ষ্যমাত্রা ছিল বাংলার সামনে। এদিকে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলার ক্রিকেটারদের। এমন পরিস্থিতিতে পাল্টা দেয় বাংলা। সুদীপ ঘরামি এবং অভিমন্যু ঈশ্বরণ প্রথম উইকেটে ৮৯ রান যোগ করেন। এর পর ২৭ রান করে আউট হন সুদীপ। তার পরই উইকেট দিয়ে আসেন ঋত্বিক চট্টোপাধ্যায়। ১৪৬ রানে ২ উইকেট হারানো বাংলার উপর চাপ বাড়তে থাকে।
advertisement
আরও পড়ুন- একই ছবিতে ১০ জন বিরাট কোহলি! আসল কে? আপনিও দ্বন্দ্বে পড়ে যাবেন
৭৯ রানের দুরন্ত ইনিংস খেলে দেন বাংলার অধিনায়ক অভিমন্যু ইশ্বরণ। সেট হওয়ার পরও মাত্র  ৩৭ রান করে আউট হন মনোজ তিওয়ারি। এর পর শাহবাজ ও অভিষেক দলকে জয়ের পথে নিয়ে যান। সপ্তম উইকেটে ১৩৪ বলে ১০৮ রানের পার্টনারশিপ খেলেন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bengl Wins Against Baroda In Ranji Trophy: বঙ্গ ক্রিকেটের গর্বের দিন আজ, ইতিহাস লিখে রঞ্জির ম্যাচ জিতল বাংলা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement