#কলকাতা: সেই ইডেন গার্ডেন্স, সেই বাংলা। সামনে মহেন্দ্র সিং ধোনির রাজ্য ঝাড়খন্ড। ওড়িশার বিরুদ্ধে শেষ ম্যাচ হেরে গেলেও ঝাড়খন্ডকে উড়িয়ে দিতে চায় বাংলা।গত মরশুমে রঞ্জি ট্রফির কোয়ার্টার-ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়ে জিতেছিল বাংলা। ৯ জন ব্যাটসম্যানের রান ছিল পঞ্চাশের বেশি। ভেঙেছিল ১২৯ বছরের রেকর্ড।
সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদারদের দাপটে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা হয়েছিল শাহবাজ নাদিমদের। এবারও রনজি ট্রফির শেষ আটে মুখোমুখি দুই দল। ঝাড়খণ্ড কি পারবে গতবারের হারের বদলা নিতে? নাকি, সহজেই সেমি-ফাইনালের টিকিট পেয়ে যাবে বাংলা? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। তবে ঘরের মাঠ ইডেনে যেহেতু খেলা, তাই ক্রিকেট বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন মনোজ তিওয়ারিদের।
চারটি জয়, ড্র দু’টি, আর হার শেষ ম্যাচে। এভাবেই এলিট ‘এ’ গ্রুপের শীর্ষে থেকেই নক-আউটে পৌঁছেছে বাংলা দল। উত্তরপ্রদেশ ও বরোদার বিরুদ্ধে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন অভিমন্যুরা। তবে শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ছন্দপতন কিছুটা চিন্তায় রাখছে কোচ লক্ষ্মীরতন শুক্লাকে। ওই ম্যাচে অবশ্য শাহবাজ আহমেদ ও মুকেশ কুমার খেলেননি।
End Of Over 20 - Jharkhand 52/2 Kumar Suraj 32(48) Virat Singh 6(22) #BENvJHA #RanjiTrophy #QF1
— BCCI Domestic (@BCCIdomestic) January 31, 2023
চোট পেয়েছিলেন আকাশদীপ, অনুষ্টুপ মজুমদার। তবে স্বস্তির খবর এটাই, কোয়ার্টার-ফাইনালে চারজনই খেলবেন। রনজিতে খেলার জন্য জাতীয় দল থেকে রিলিজ দেওয়া হয়েছে মুকেশকে। বাংলার ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ অনুষ্টুপ মজুমদার (৭ ম্যাচে ৫৬৫ রান)। দুরন্ত ফর্মে আছেন অভিমন্যুও।
তিনটি শতরান সহ বাংলার হয়ে সবচেয়ে বেশি ৬৩৩ রান করেছেন তিনি। মনোজ তিওয়ারি ও সুদীপ ঘরামিও নির্ভরতা জোগাচ্ছেন ব্যাটিংয়ে। কিন্তু ওপেনিং জুটি নিয়ে সমস্যা চিন্তায় রাখছে কোচ লক্ষ্মীরতনকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Ranji Team, Jharkhand, Ranji Trophy