ইডেনে আজ শুরু বাংলা বনাম ঝাড়খন্ড! আকাশ-মুকেশ জুটিতে শক্তি বৃদ্ধি মনোজদের

Last Updated:

Bengal back in full strength against Jharkhand before Ranji Trophy match. ইডেনে আজ শুরু বাংলা বনাম ঝাড়খন্ড! মুকেশ ফেরায় শক্তি বৃদ্ধি মনোজদের

রঞ্জিতে সেমি ফাইনালের লক্ষ্যে বাংলা
রঞ্জিতে সেমি ফাইনালের লক্ষ্যে বাংলা
#কলকাতা: সেই ইডেন গার্ডেন্স, সেই বাংলা। সামনে মহেন্দ্র সিং ধোনির রাজ্য ঝাড়খন্ড। ওড়িশার বিরুদ্ধে শেষ ম্যাচ হেরে গেলেও ঝাড়খন্ডকে উড়িয়ে দিতে চায় বাংলা।গত মরশুমে রঞ্জি ট্রফির কোয়ার্টার-ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়ে জিতেছিল বাংলা। ৯ জন ব্যাটসম্যানের রান ছিল পঞ্চাশের বেশি। ভেঙেছিল ১২৯ বছরের রেকর্ড।
সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদারদের দাপটে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা হয়েছিল শাহবাজ নাদিমদের। এবারও রনজি ট্রফির শেষ আটে মুখোমুখি দুই দল। ঝাড়খণ্ড কি পারবে গতবারের হারের বদলা নিতে? নাকি, সহজেই সেমি-ফাইনালের টিকিট পেয়ে যাবে বাংলা? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। তবে ঘরের মাঠ ইডেনে যেহেতু খেলা, তাই ক্রিকেট বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন মনোজ তিওয়ারিদের।
advertisement
চারটি জয়, ড্র দু’টি, আর হার শেষ ম্যাচে। এভাবেই এলিট ‘এ’ গ্রুপের শীর্ষে থেকেই নক-আউটে পৌঁছেছে বাংলা দল। উত্তরপ্রদেশ ও বরোদার বিরুদ্ধে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন অভিমন্যুরা। তবে শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ছন্দপতন কিছুটা চিন্তায় রাখছে কোচ লক্ষ্মীরতন শুক্লাকে। ওই ম্যাচে অবশ্য শাহবাজ আহমেদ ও মুকেশ কুমার খেলেননি।
advertisement
advertisement
চোট পেয়েছিলেন আকাশদীপ, অনুষ্টুপ মজুমদার। তবে স্বস্তির খবর এটাই, কোয়ার্টার-ফাইনালে চারজনই খেলবেন। রনজিতে খেলার জন্য জাতীয় দল থেকে রিলিজ দেওয়া হয়েছে মুকেশকে। বাংলার ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ অনুষ্টুপ মজুমদার (৭ ম্যাচে ৫৬৫ রান)। দুরন্ত ফর্মে আছেন অভিমন্যুও।
advertisement
তিনটি শতরান সহ বাংলার হয়ে সবচেয়ে বেশি ৬৩৩ রান করেছেন তিনি। মনোজ তিওয়ারি ও সুদীপ ঘরামিও নির্ভরতা জোগাচ্ছেন ব্যাটিংয়ে। কিন্তু ওপেনিং জুটি নিয়ে সমস্যা চিন্তায় রাখছে কোচ লক্ষ্মীরতনকে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইডেনে আজ শুরু বাংলা বনাম ঝাড়খন্ড! আকাশ-মুকেশ জুটিতে শক্তি বৃদ্ধি মনোজদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement