বেলজিয়াম-ক্রোয়েশিয়া ম্যাচ আজ ফাইনালের সমান, কে যাবে শেষ ১৬-য়!

Last Updated:

Belgium vs Croatia: হাই ভোল্টেজ ম্যাচে নামার আগে বেলজিয়াম শিবিরে অশান্তির খবর।

#দোহা: শেষ ১৬-য় পৌঁছনোর লাস্ট ল্যাপ। জটিল সমীকরণে গ্রুপ F। বেলজিয়াম বনাম ক্রোয়েশিয়া ম্যাচ আজ কার্যত ফাইনাল। লুকাকুদের জয় ছাড়া গতি নেই। ক্রোটদেরও পয়েন্ট পেতেই হবে।
অন্য ম্যাচে কানাডাকে হারালেই নক আউটে মরক্কো। কাতার বিশ্বকাপে একের পর এক অঘটন। আর্জেন্টিনা, জার্মানি হেরেছে সৌদি, জাপানের কাছে। তাই খাতায় কলমের হিসেব আর মাঠের লড়াইয়ে অঙ্ক মিলছে না।
গ্রুপ F সেরা উদাহরণ। বিশ্বকাপ শুরুর আগে ফিফা ক্রমতালিকায় ২ নম্বরে থাকা বেলজিয়াম আর গতবারের রানার্স ক্রোয়েশিয়া হট ফেভারিট ছিল। তবে কাতারে যাবতীয় হিসেব পাল্টে দিয়েছে মরক্কো। বেলজিয়ামকে হারিয়ে নকআউটের অন্যতম দাবিদার হাকিমির দল।
advertisement
advertisement
আরও পড়ুন- মেসির জন্য 'পাগল' পরীমনি, বাংলাদেশের নায়িকা জানালেন মনের গোপন কথা
গ্রুপের শেষ ম্যাচের আগে অ্যাডভান্টেজ মরক্কো। ২ ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া কানাডা তাদের প্রতিপক্ষ। জিতলে তো প্রি-কোয়ার্টার নিশ্চিত। ড্র করলেও সুযোগ থাকছে মরক্কোর সামনে। তবে ডু অর ডাই ম্যাচ বেলজিয়ামের।
লুকাকু, কুর্তোয়াদের টুর্নামেন্টে টিকে থাকতে গেলে ক্রোটদের হারাতেই হবে। তার পরেও তাকিয়ে থাকতে হবে মরক্কো-কানাডা ম্যাচের দিকে। সেই ম্যাচ ড্র হলে বা কানাডা জিতলে রক্ষে। না হলে নিশ্চিত বিদায় বেলজিয়ামের।
advertisement
গ্রুপে একমাত্র কানাডার কোনও সুযোগ নেই প্রি-কোয়ার্টারে ওঠার। তবুও ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজকরা খালি হাতে ফিরতে নারাজ। ক্রোয়েশিয়া ২ ম্যাচে ৪ পয়েন্টে দাঁড়িয়ে। বেলজিয়ামের কাছে পয়েন্ট পেতে হবে লুকা মদরিচদেরও। না হলে কঠিন সমীকরণে পড়ে যাবে রাশিয়ার রানার্সরা।
বেলজিয়ামের কাছে যদি ক্রোয়েশিয়া হেরে যায় আর মরক্কো জিতে যায় তাহলে ক্রোটদের বিদায়। তাই বেলজিয়াম-ক্রোয়েশিয়া ম্যাচ কার্যত ফাইনাল। হার যার, কার্যত বিদায় তার। বিশেষজ্ঞদের মতে, বেলজিয়াম-ক্রোয়েশিয়া ম্যাচ চলতি বিশ্বকাপের সব থেকে আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে।
advertisement
আরও পড়ুন- বিশ্বকাপের আসরে 'গুলাবি' ধামাকা, আগুন ঝরালেন নোরা ফতেহি, সোশ্যালে ভাইরাল ঝড়
তবে এই হাই ভোল্টেজ ম্যাচে নামার আগে বেলজিয়াম শিবিরে অশান্তির খবর। মরক্কো ম্যাচ হেরে দলের ভেতরে কয়েকজন ফুটবলার নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। সেই খবর সংবাদ মাধ্যমে বেরিয়ে যাওয়াতে ক্ষুব্ধ দলের গোলকিপার কুর্তোয়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বেলজিয়াম-ক্রোয়েশিয়া ম্যাচ আজ ফাইনালের সমান, কে যাবে শেষ ১৬-য়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement