মেসির জন্য 'পাগল' পরীমনি, বাংলাদেশের নায়িকা জানালেন মনের গোপন কথা

Last Updated:
Porimoni on Messi: মেসির জন্য ঘুম আসে না পরীমনির। আরও কী কী বললেন তিনি শুনুন।
1/5
লিওনেল মেসি। নামটা শুনলেই অনেকের মনে ঝড় ওঠে। গোটা বিশ্বে আর্জেন্টাইন তারকার ভক্ত অগুণতি। আর বাংলাদেশে এলএমটেন-এর অগুণতি ভক্তের মধ্যে এখজন পরিমনি।
লিওনেল মেসি। নামটা শুনলেই অনেকের মনে ঝড় ওঠে। গোটা বিশ্বে আর্জেন্টাইন তারকার ভক্ত অগুণতি। আর বাংলাদেশে এলএমটেন-এর অগুণতি ভক্তের মধ্যে এখজন পরিমনি।
advertisement
2/5
পরীমনিআর্জেন্টিনার অন্ধভক্ত। মেসি বলতেই পাগল তিনি। নিজেই জানালেন সেই কথা।
পরীমনিআর্জেন্টিনার অন্ধভক্ত। মেসি বলতেই পাগল তিনি। নিজেই জানালেন সেই কথা।
advertisement
3/5
মেসিকে নিয়ে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বাংলাদেশের অভিনেত্রী। বুঝিয়ে দেন, তিনি মেসির অন্ধভক্ত।
মেসিকে নিয়ে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বাংলাদেশের অভিনেত্রী। বুঝিয়ে দেন, তিনি মেসির অন্ধভক্ত।
advertisement
4/5
পরীমনি লিখেছেন, ‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে যেন একটা গোল হয়ে যায়!’
পরীমনি লিখেছেন, ‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে যেন একটা গোল হয়ে যায়!’
advertisement
5/5
কখনও আবার পরীমনি লেখেন, আমার দুই চোখেই শুধু মেসির ছবি ভেসে ওঠে। মেসির জন্য আমার ঘুম আসে না।
কখনও আবার পরীমনি লেখেন, আমার দুই চোখেই শুধু মেসির ছবি ভেসে ওঠে। মেসির জন্য আমার ঘুম আসে না।
advertisement
advertisement
advertisement