ভারতের নতুন কোচের নাম ঘোষণা, জয় শাহ জানিয়ে দিলেন নাম! বড় ধামাকা বিসিসিআই-এর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir next coach of Team India: ভারতীয় দলের পরবর্তী কোচ কে? নাম ঘোষণা করে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। রাহুল দ্রাবিড়ের পরবর্তী পর্যায়ে ভারতীয় ক্রিকেটের দায়িত্ব এবার গম্ভীরের হাতে।
মুম্বই: অবশেষে ভারতীয় দলের পরবর্তী কোচের নাম ঘোষণা করে দিলেন বোর্ড সচিব জয় শাহ। শেষমেশ অঙ্ক মিলে গেল। ভারতীয় দলের পরবর্তী কোচ হচ্ছেন গৌতম গম্ভীর।
It is with immense pleasure that I welcome Mr @GautamGambhir as the new Head Coach of the Indian Cricket Team. Modern-day cricket has evolved rapidly, and Gautam has witnessed this changing landscape up close. Having endured the grind and excelled in various roles throughout his… pic.twitter.com/bvXyP47kqJ
— Jay Shah (@JayShah) July 9, 2024
advertisement
advertisement
এদিন জয় শাহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন- ”আমরা ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেট ক্রমশ বদলে যাচ্ছে। আর গম্ভীর এই পরিবর্তনের পুরো সময়টা খুব কাছ থেকে দেখেছেন। কেরিয়ারে অনেক বড় দায়িত্ব সামলছেন গম্ভীর। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে গম্ভীর যথার্থ ব্যক্তি বলে আমরা আশা রাখি।”
advertisement
—- Polls module would be displayed here —-
জয় শাহ এদিন আরও লেখেন, ভারতীয় দলের সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে গম্ভীরের। ওর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার ব্যাপারে গম্ভীরের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে যথেষ্ট।
আরও পড়ুন- রবি শাস্ত্রীর ভবিষ্যদ্বাণী, ভবিষ্যতে টেস্ট খেলবে ‘এই’ ৬টা দেশ, বাকি সবাই বাদ!
রাহুল দ্রাবিড় আরও একবার ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে চাননি। তার পর থেকেই ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে নাম শোনা যাচ্ছিল গৌতম গম্ভীরের। শেষ পর্যন্ত সেই আন্দাজই সত্যি হল। এমনটাও শোনা যাচ্ছিল, ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীর ছাড়া আর তেমন কোনও বড় তারকা আগ্রহ প্রকাশ করেননি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2024 8:14 PM IST