রবি শাস্ত্রীর ভবিষ্যদ্বাণী, ভবিষ্যতে টেস্ট খেলবে 'এই' ৬টা দেশ, বাকি সবাই বাদ!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ravi Shastri: রবি শাস্ত্রী টেস্ট ক্রিকেটের প্রাসঙ্গিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, "কোনও জিনিসের গুণমান বজায় না থাকলে সেটার রেটিং কমে যায়, ভিড় কম থাকে, তখন সেটা অর্থহীন হয়ে পড়ে। টেস্ট ক্রিকেটকে বাঁচাতে হলে কয়েকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপের দরকার।"
মুম্বই: টেস্ট ক্রিকেটের অস্তিত্ব কি ভবিষ্যতে থাকবে? এই প্রশ্নের উত্তর এখনই হয়তো কারও কাছে নেই। এমনকী আইসিসি-র কোনও কর্তাও বুক ঠুকে হয়তো বলতে পারবেন না, টি-২০-র দাপটের মাঝে টেস্ট ক্রিকেট নিয়ে ভবিষ্যতে জনপ্রিয়তা থাকবে!
ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবার টেস্ট ক্রিকেটের প্রচারে আইসিসিকে বিশেষ পরামর্শ দিয়েছেন। ক্রিকেটের এই ফরম্যাটের মান ধরে রাখতে তিনি যা পরামর্শ দিয়েছেন, তা শুনলে অবাক হতে হবে।
আরও পড়ুন- বিরাট কোহলি স্ত্রীকে নিয়ে কীর্তন শুনছেন! সোশ্যাল মিডিয়ায় সব সম্ভব! বড় কাণ্ড
শাস্ত্রী টেস্ট ক্রিকেটের প্রাসঙ্গিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, “কোনও জিনিসের গুণমান বজায় না থাকলে সেটার রেটিং কমে যায়, ভিড় কম থাকে, তখন সেটা অর্থহীন হয়ে পড়ে। টেস্ট ক্রিকেটকে বাঁচাতে হলে কয়েকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপের দরকার।”
advertisement
advertisement
—- Polls module would be displayed here —-
তিনি আরও বলেছেন, “আইসিসির তালিকায় ১২টি টেস্ট খেলিয়ে দল রয়েছে। আমি আইসিসি কর্তাদের বলব, এই সংখ্যাটাকে ছয় বা সাতে নামিয়ে দিন। একটি প্রমোশন এবং রেলিগেশন সিস্টেম তৈরি করুন। আপনি দুটি স্তর তৈরি করতে পারেন, তবে টেস্ট ক্রিকেটে আগ্রহ বজায় রাখতে সেরা ছটি দলকে রাখতে পারেন।” তিনি মুখে কিছু না বললেও হাবেভাবে বলতে চেয়েছেন সেই ৬টা দেশের নাম। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্য়ান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান/শ্রীলঙ্কা।
advertisement
শাস্ত্রী বিশ্বাস করেন, ঘরোয়া টি-টোয়েন্টি লিগের সংখ্যার বিশাল বৃদ্ধিও খেলোয়াড়দের টেস্টের চেয়ে এই ধরনের লিগে বেশি খেলতে বাধ্য করেছে। মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতি মার্ক নিকোলস বলেছেন, টেস্ট ক্রিকেট নিজেই একটি লিগ। তবে দীর্ঘমেয়াদে নিজেকে টিকিয়ে রাখার জন্য ক্রিকেটারদের টেস্টে খেলতে হবে।
আরও পড়ুন- সর্বকালের সেরা ১১ জন ক্রিকেটারকে বাছলেন রিকি পন্টিং, একজন মাত্র ভারতীয়!
তিনি আরও বলেছেন, “আজকের দিনে প্রতিটি ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চায়। এই ফরম্যাটের ভক্ত ও অর্থ আছে। তবে ক্রিকেটারদের মনে রাখতে হবে, নিজেকে তৈরি করতে হলে টেস্ট ক্রিকেট খেলার কোনও বিকল্প নেই।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 09, 2024 5:19 PM IST