বিরাট কোহলি স্ত্রীকে নিয়ে কীর্তন শুনছেন! সোশ্যাল মিডিয়ার যুগে সব সম্ভব! বড় ঘটনা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Fact Check Virushka in London Kirtan: বিরাট কোহলি টি-২০ ফাইনালে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেছিলেন। টিম ইন্ডিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পরই তিনি পাড়ি দিয়েছেন লন্ডনে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও আসলে পুরনো। এটি প্রায় বছরখানেক আগের। অর্থাৎ, এই ভিডিওর কোনও সত্যতা নেই।
লন্ডন: বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা কি সত্যিই পাকাপাকিভাবে লন্ডনে গিয়ে থাকার পরিকল্পনা করছেন! জল্পনা চলছে, অবসরের পর পাকাপাকিভাবে কোহলি ও তাঁর স্ত্রী থাকবেন লন্ডনে।
এরই মধ্যে তারকা দম্পতির একটি ভিডিও ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, বিরাট-অনুষ্কা লন্ডনে ইস্কন মন্দিরে একসঙ্গে কীর্তন শুনছেন।
বিশ্বকাপ জয়ের পরই স্ত্রী, মেয়ে, ছেলের কাছে গিয়েছেন বিরাট। অনুষ্কা তাঁর ছেলে ও মেয়েকে নিয়ে এখন লন্ডনে থাকছেন। কোহলি কিছুদিনের জন্য তাঁদের সঙ্গে থাকবেন। তবে এরই মধ্যে খবর রটে যায়, কোহলি ও তাঁর স্ত্রী নাকি কীর্তন শুনছেন। আদৌ কি খবরটা সত্যি!
advertisement
advertisement
আরও পড়়ুন- পাল্টে যাবে নেতা? সিরিজের মাঝেই টিম ইন্ডিয়ায় হবে বড় বদল! জানুন বিস্তারিত
বিরাট কোহলি টি-২০ ফাইনালে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেছিলেন। টিম ইন্ডিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পরই তিনি পাড়ি দিয়েছেন লন্ডনে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও আসলে পুরনো। এটি প্রায় বছরখানেক আগের। অর্থাৎ, এই ভিডিওর কোনও সত্যতা নেই।
advertisement
—- Polls module would be displayed here —-
অনুষ্কা-বিরাট সম্প্রতি কোনও কীর্তন অনুষ্ঠানে যাননি। এই একই ভিডিও গত বছরের জুন মাসেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এমন পরিস্থিতিতে দাবি করা হচ্ছে, বিশ্বকাপ জয়ের পর ঈশ্বরকে ধন্যবাদ জানাতে কীর্তনে শুনলে গিয়েছিলেন ‘বিরুস্কা’।
এই ভিডিও লন্ডনের ইস্কন মন্দিরের বলে দাবি করা হয়েছিল। ওডিআই বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী একমাত্র খেলোয়াড় হয়েছেন বিরাট কোহলি।
advertisement
আরও পড়ুন- ‘ঘরোয়া ক্রিকেট খেলার আমার কাছে কোনও মানেই ছিল না’, বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন কোহলি। ৫৯ বলের এই ইনিংসের জন্য তিনি ম্যাচ সেরা নির্বাচিত হন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেন কোহলি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 09, 2024 2:54 PM IST

