আইসিসিতে সৌরভের জন্য কোনও সমর্থন নয়, সাফ জানিয়ে দিল বিসিসিআই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly: মুখ্যমন্ত্রীর অনুরোধেও কাজ হল না। আইসিসিতে আর যাওয়া হচ্ছে না বাংলার মহারাজের।
#নয়াদিল্লি: আইসিসি চেয়ারম্যান পদের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে কোনও সমর্থন নয়, সাফ জানিয়ে দিল বিসিসিআই।
আইসিসি-র শীর্ষ পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২০ অক্টোবর। ১১-১৩ নভেম্বর মেলবোর্নে আইসিসির বৈঠক হবে। তখনই ঘোষণা করা হবে আইসিসির নতুন চেয়ারম্যানের নাম। গত কয়েক মাস ধরে এই শীর্ষ পদের জন্য সৌরভের নাম ভাসলেও এখন আর তাঁর কোনও সম্ভাবনা নেই।
এবার ভারতীয় ক্রিকেট বোর্ডও সাফ জানিয়ে দিয়েছে, তারা বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকেই সমর্থন জানাবেন। নিউ জিল্যান্ডের গ্রেগ বার্কলে আইসিসি-র চেয়ারম্যান পদে আরও একটি টার্ম-এ থাকার ইচ্ছেপ্রকাশ করেছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন- বাবর এবং রিজওয়ানের পাশের নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন কোহলির! চোখে জেদ
এখন জল্পনা-কল্পনার একমাত্র বড় বিষয় হল, আইসিসিতে বিসিসিআইয়ের দুই প্রতিনিধি হিসেবে কে থাকবেন! যদিও জয় শাহ আইসিসি বোর্ড মিটিংয়ে ভারতের প্রতিনিধি হবেন বলে আশা করা হচ্ছে। বিসিসিআই নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলেকে দ্বিতীয় মেয়াদের জন্য সমর্থন জানাবে বলে জানিয়ে দিয়েছে।
advertisement
এর আগে সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সৌরভের পদ হারানো নিয়ে সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন, সৌরভ রাজনীতির শিকার। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছিলেন, সৌরভকে যেন আইসিসি চেয়ারপারসনের পদের জন্য লড়তে দেওয়া হয়।
আরও পড়ুন- যখন ব্রিসবেনে খেলছেন বিরাট, ইডেনে 'ভারত-পাকিস্তান' ম্যাচ খেললেন অনুষ্কা
এদিন বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়ে দেন, আপাতত গ্রেগ বার্কলেকে সমর্থন জোগাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে আইসিসি চেয়ারম্যান পদে বাংলার মহারাজের আর কোনও সম্ভাবনা রইল না। ইতিমধ্যে রজার বিনির নাম বিসিসিআই সভাপতি হিসেবে ঘোষণা করে দিয়েছে বোর্ড। সৌরভের বদলে তিনি দায়িত্ব নিলেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2022 2:33 PM IST