বাবর এবং রিজওয়ানের পাশের নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন কোহলির! চোখে জেদ

Last Updated:

Virat Kohli net practice alongside Babar Azam and Rizwan in Brisbane. বাবর এবং রিজওয়ানের পাশের নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন কোহলির! চোখে জেদ

বাবর, রিজওয়ানের পাশেই অনুশীলন বিরাটের
বাবর, রিজওয়ানের পাশেই অনুশীলন বিরাটের
#ব্রিসবেন: তিনি যখন ফর্মে থাকেন, তখন ভারতীয় দলের যাবতীয় চিন্তা ভাবনা অনেক সহজ হয়ে যায়। অধিনায়কের এবং কোচের চিন্তা অর্ধেক হয়ে যায়। অস্ট্রেলিয়ার মাটিতে এমনিতে তার রেকর্ড যথেষ্ট ভাল। এবার বিশ্বকাপে বিরাট কোহলির পারফরম্যান্সর ওপর অনেকটাই নির্ভর করছে ভারতের ভাগ্য। তিনি সফল হবেন কিনা পরের বিষয়।
কিন্তু প্রস্তুতিতে খামতি রাখতে চান না। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ১৩ বলে ১৯ রান করে আউট হয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। এই ম্যাচে ভারত ৬ রানে জিতেছে। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাটিং অনুশীলনে পৌঁছে গিয়েছিলেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে সোমবার নেটে প্রচুর সময় কাটাতে দেখা যায়।
advertisement
নেটে অনুশীলনের সময়ে এমন একটি মুহূর্ত ছিল যখন ভারতের বিরাট কোহলি, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানেরা একসঙ্গে পাশাপাশি নেটে অনুশীলন করছিলেন। তাদের একসঙ্গে ব্যাট করতে দেখা যায়। স্পোর্টস ইয়ারি ইউটিউব চ্যানেলে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিং-এ বিরাট কোহলি যতটা সফল ছিলেন, ততটা সাফল্য তিনি ব্যাট হাতে পাননি।
advertisement
advertisement
এদিন তিনি ব্যাট হাতে মাত্র ১৯ রান করেই আউট হয়ে যান। এদিনের ইনিংসে তিনি একটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছিলেন। যদিও রানের দিক থেকে এটি এদিনের ভারতীয় ইনিংসের চতুর্থ সর্বোচ্চ স্কোর তবু এই রানে খুশি ছিলেন না বিরাট কোহলি। তিনি যে ভাবে মিচেল স্টার্কের বলে মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন, তাতে নিজের উপরেই রেগে ছিলেন বিরাট কোহলি।
advertisement
রাহুল দ্রাবিড় ও দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে নিয়ে দীর্ঘক্ষণ নেটে অনুশীলন করতে দেখা গেল বিরাট কোহলিকে। সেই সময়ে নেটে একদিকে পাকিস্তানের ক্রিকেটাররা অন্যদিকে ইংল্যান্ডের ক্রিকেটাররা ব্যাটিং অনুশীলন করছিলেন। তাদের মাঝে সকলকে অবাক করেই একটা পূর্ণ ম্যাচ খেলে আবার অনুশীলনে নেমে পড়েন কোহলি।
সেখানেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের পাশের নেটে অনুশীলন করলেন বিরাট। তিনজন ব্যাটসম্যানই বাউন্সার এবং শর্ট পিচ ডেলিভারির উপর নিজেদের শটের ওপর কাজ করেছিলেন। এমনিতে পাকিস্তানি জনপ্রিয়তার দিক থেকে যথেষ্ট এগিয়ে কিং কোহলি।
advertisement
তার প্রচুর ভক্ত রয়েছে বর্ডারের ওপারে। এবার অবশ্য তার ব্যাট কথা বলে কিনা সেটাই দেখার। সাধারণত বড় টুর্নামেন্টে বিরাট ধারাবাহিক। তিনি নিজের স্বাভাবিক খেলা খেলতে পারলে মিডল অর্ডার সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে।
বাংলা খবর/ খবর/খেলা/
বাবর এবং রিজওয়ানের পাশের নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন কোহলির! চোখে জেদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement