Wriddhiman Saha: সৌরভ, রাহুলকে নিয়ে কেন প্রকাশ্যে মুখলেন ঋদ্ধিমান, জবাবদিহি চাইতে পারে বোর্ড
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ও রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) নিয়ে সর্বসমক্ষে মন্তব্য করায় আরও বিপত্তি বাড়তে পারে ঋদ্ধিমান সাহা -র (Wriddhiman Saha )৷
#মুম্বই: বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ও রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) নিয়ে সর্বসমক্ষে মন্তব্য করায় আরও বিপত্তি বাড়তে পারে ঋদ্ধিমান সাহা -র (Wriddhiman Saha )৷ বিসিসিআই (BCCI) তাঁকে এই মামলায় তাঁকে প্রশ্নোত্তর করতে পারে, সোজা কথায় ঋদ্ধিমান সাহাকে এই বিষয়ে জবাবদিহি করতে পারে৷ আসলে ঋদ্ধিমান সাহা শ্রীলঙ্কা সিরিজে টেস্ট দল থেকে বাদ পড়ার পর কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) বিরুদ্ধে সোজা তোপ দেগেছিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha )৷ তিনি বলেন দ্রাবিড় তাঁকে রিটায়েরমেন্ট নিয়ে ভাবতে বলেছেন৷ সাহা -র এই কথার জেরেই এখন বিপদে পড়তে পারেন৷ কারণ বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট অনুযায়ি তাঁর এভাবে বয়ান দেওয়া প্রটোকলের উল্লঙ্ঘন৷
ক্রিকেটাররা সেই চুক্তিতে সই করেন বোর্ডের বার্ষিক চুক্তির সময় ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha ) ৩ কোটি টাকার রিটেশনশিপে গ্রুপ বি-তে ছিলেন৷ তাঁদের চুক্তিপত্রে ক্লজ ৬.৩ অনুযায়ি ভারতীয় উইকেটরক্ষ ঋদ্ধিমান এটা উল্লঙ্ঘন করা হয়েছে৷ এই ক্লজ অনুযায়ি কোনও ক্রিকেটার খেলা, আধিকারিক খেলায় হওয়া ঘটনা, টেকনোলজির ব্যবহার, নির্বাচন পদ্ধতি বা খেলা সংক্রান্ত অন্য কোনও মামলায় কোনও টিপ্পনি করতে পারবেন না৷ বিশেষত বিসিসিআইয়ের মতে যা বিরূপ এবং খেলা ও দলের জন্য ভাল নয়৷
advertisement
advertisement
ঋদ্ধিমানকে (Wriddhiman Saha ) বিসিসিআই (BCCI) জবাবদিহি করতে পারে-ধুমল
বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমল এই মামলায় বলেছেন, ‘‘হ্যাঁ এই বিষয়ের সম্ভবনা রয়েছে বিসিসিআই ঋদ্ধিমান সাহাকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারে৷ কি করে তিনি বোর্ডের চুক্তিতে থাকা অবস্থায় নিজের নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে মন্তব্য করতে পারেন? ়যতক্ষণ অবধি অধ্যক্ষের বিষয় সেই অনুযায়ি উনি ওঁকে অনুপ্রেরণা দিতে চেষ্টা করেছিলেন৷ বোর্ড সম্ভবত এটা জানতে চাইতে পারে কিভাবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে চার দেওয়ালের মধ্যে হওয়া কথা কী করে বাইরে বললেন ঋদ্ধিমান সাহা৷ ’’
advertisement
ঋদ্ধিমান সাহাকে পাঠাতে হবে নোটিশ
বিসিসিআই আধিকারিকভাবে নোটিশ দেওয়া হয়েছে৷ মৌখিকভাবেই তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে৷ এই বিষয়ে ধুমল জানিয়েছেন, ‘‘আমরা এই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নিয়নি৷ আমরা সকলেই ব্যস্ত৷ কিন্তু কিছুদিনে এই বিষয়ে সিদ্ধান্ত নেব৷ ’’
advertisement
ভারতীয় বোর্ডের একটা বড় অংশের মত এভাবে সর্বসমক্ষে সৌরভ (Sourav Ganguly) ও দ্রাবিড়ের সঙ্গে হওয়া ব্যক্তিগত কথা এনে মোটেই ঠিক করেননি ঋদ্ধিমান সাহা৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2022 2:16 PM IST