Wriddhiman Saha: সৌরভ, রাহুলকে নিয়ে কেন প্রকাশ্যে মুখলেন ঋদ্ধিমান, জবাবদিহি চাইতে পারে বোর্ড

Last Updated:

বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ও রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) নিয়ে সর্বসমক্ষে মন্তব্য করায় আরও বিপত্তি বাড়তে পারে ঋদ্ধিমান সাহা -র (Wriddhiman Saha )৷

bcci may ask wriddhiman saha to explain breach of central contract clause on dravid and ganguly comment- Photo Courtesy-Wriddhiman Saha/Instagram
bcci may ask wriddhiman saha to explain breach of central contract clause on dravid and ganguly comment- Photo Courtesy-Wriddhiman Saha/Instagram
#মুম্বই: বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ও রাহুল দ্রাবিড়কে  (Rahul Dravid) নিয়ে সর্বসমক্ষে মন্তব্য করায় আরও বিপত্তি বাড়তে পারে ঋদ্ধিমান সাহা -র   (Wriddhiman Saha )৷ বিসিসিআই  (BCCI) তাঁকে এই মামলায় তাঁকে প্রশ্নোত্তর করতে পারে, সোজা কথায় ঋদ্ধিমান সাহাকে এই  বিষয়ে জবাবদিহি করতে পারে৷ আসলে ঋদ্ধিমান সাহা শ্রীলঙ্কা সিরিজে টেস্ট দল থেকে বাদ পড়ার পর কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) বিরুদ্ধে সোজা তোপ দেগেছিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha )৷ তিনি বলেন দ্রাবিড় তাঁকে রিটায়েরমেন্ট নিয়ে ভাবতে বলেছেন৷ সাহা -র এই কথার জেরেই এখন বিপদে পড়তে পারেন৷ কারণ বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট অনুযায়ি তাঁর এভাবে বয়ান দেওয়া প্রটোকলের উল্লঙ্ঘন৷
ক্রিকেটাররা সেই চুক্তিতে সই করেন বোর্ডের বার্ষিক চুক্তির সময় ঋদ্ধিমান সাহা  (Wriddhiman Saha ) ৩ কোটি টাকার রিটেশনশিপে গ্রুপ বি-তে ছিলেন৷ তাঁদের চুক্তিপত্রে ক্লজ ৬.৩ অনুযায়ি ভারতীয় উইকেটরক্ষ ঋদ্ধিমান এটা উল্লঙ্ঘন করা হয়েছে৷ এই ক্লজ অনুযায়ি কোনও ক্রিকেটার খেলা, আধিকারিক খেলায় হওয়া ঘটনা, টেকনোলজির ব্যবহার, নির্বাচন পদ্ধতি বা খেলা সংক্রান্ত অন্য কোনও মামলায় কোনও টিপ্পনি করতে পারবেন না৷ বিশেষত  বিসিসিআইয়ের মতে যা বিরূপ এবং খেলা ও দলের জন্য ভাল নয়৷
advertisement
advertisement
ঋদ্ধিমানকে   (Wriddhiman Saha ) বিসিসিআই  (BCCI) জবাবদিহি করতে পারে-ধুমল
বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমল এই মামলায় বলেছেন, ‘‘হ্যাঁ এই বিষয়ের সম্ভবনা রয়েছে বিসিসিআই ঋদ্ধিমান সাহাকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারে৷ কি করে তিনি বোর্ডের চুক্তিতে থাকা অবস্থায় নিজের নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে মন্তব্য করতে পারেন? ়যতক্ষণ অবধি অধ্যক্ষের বিষয় সেই অনুযায়ি উনি ওঁকে অনুপ্রেরণা দিতে চেষ্টা করেছিলেন৷ বোর্ড সম্ভবত এটা জানতে চাইতে পারে কিভাবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে চার দেওয়ালের মধ্যে হওয়া কথা কী করে বাইরে বললেন ঋদ্ধিমান সাহা৷ ’’
advertisement
ঋদ্ধিমান সাহাকে পাঠাতে হবে নোটিশ
বিসিসিআই আধিকারিকভাবে নোটিশ দেওয়া হয়েছে৷ মৌখিকভাবেই তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে৷ এই বিষয়ে ধুমল জানিয়েছেন, ‘‘আমরা এই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নিয়নি৷ আমরা সকলেই ব্যস্ত৷ কিন্তু কিছুদিনে এই  বিষয়ে সিদ্ধান্ত নেব৷ ’’
advertisement
ভারতীয় বোর্ডের একটা বড় অংশের মত এভাবে সর্বসমক্ষে সৌরভ (Sourav Ganguly) ও দ্রাবিড়ের সঙ্গে হওয়া ব্যক্তিগত কথা এনে মোটেই ঠিক করেননি ঋদ্ধিমান সাহা৷
বাংলা খবর/ খবর/খেলা/
Wriddhiman Saha: সৌরভ, রাহুলকে নিয়ে কেন প্রকাশ্যে মুখলেন ঋদ্ধিমান, জবাবদিহি চাইতে পারে বোর্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement