#মুম্বই: টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা জারি থাকলেও আইপিএল নিয়ে পরিকল্পনা করতে শুরু করে দিল বিসিসিআই৷ মুম্বইয়ের একটি ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে আইপিএল৷ চলতে পারে ৮ নভেম্বর পর্যন্ত৷
এই দাবি যদি সত্যি হয়, তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের নির্ঘণ্টের উপরেই নির্ভর করছে আইপিএল-এর সূচি৷ প্রথমে শোনা গিয়েছিল, বিদেশেই হয়তো আইপিএল-এর আয়োজন করা হতে পারে৷ কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী, ভারতেই আইপিএল আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে বিসিসিআই৷ তবে ওই সময় আইপিএল-এর আয়োজন হলে বর্ষার কথা মাথায় রেখে বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মাঠেই অধিকাংশ ম্যাচের আয়োজন করা হবে৷
করোনা পরিস্থিতির উন্নতি হলে টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে মুম্বইতেও বেশ কিছু ম্যাচের আয়োজন করা হতে পারে৷
এখনও পর্যন্ত সরকারিভাবে আইপিএল দলগুলিকে এ বিষয়ে কিছু জানানো হয়নি৷ তবে মৌখিকভাবে দলগুলিকে বিসিসিআই এই সূচি সম্পর্কে আভাস দেওয়া হয়েছে বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে৷ অন্তত দু'টি ফ্র্যাঞ্চাইজি এই সূচিতে সম্মতি জানিয়েছে বলেও খবর৷
তবে ওই সময় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে আরও একটি সমস্যা রয়েছে৷ ওই সময়ই এশিয়া কাপ হওয়ার কথা৷ পাকিস্তান এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এশিয়া কাপের সূচি বদল বা বাতিলের বিরোধিতা করতে পারে৷ পাক ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছে, আইপিএল আয়োজনের জন্য এশিয়া কাপের সূচিতে কোনও বদল তারা মেনে নেবে না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।