ভারতীয় দলের প্রধান স্পনসর হওয়ার জন্য কারা করতে পারবে বিড? একগুচ্ছ নিয়ম বেঁধে দিল বিসিসিআই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
BCCI Invites Bids For Indian Cricket Team Title Sponsor: ড্রিম ইলেভেনের বিদায়ের পর কে হবে ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর, তা নিয়ে জল্পনার শেষ নেই। ইতিমধ্যেই চর্চায় উঠে এসেছে একাধিক নাম। এবার আনুষ্ঠানিকভাবে বিসিসিআই জাতীয় ক্রিকেট দলের টাইটেল স্পনসরশিপের জন্য বিড আহ্বান করল।
ড্রিম ইলেভেনের বিদায়ের পর কে হবে ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর, তা নিয়ে জল্পনার শেষ নেই। ইতিমধ্যেই চর্চায় উঠে এসেছে একাধিক নাম। এবার আনুষ্ঠানিকভাবে বিসিসিআই জাতীয় ক্রিকেট দলের টাইটেল স্পনসরশিপের জন্য বিড আহ্বান করল। এক্স-এ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, আগ্রহী ও যোগ্য সংস্থাগুলির কাছ থেকে “ইনভাইটেশন ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (IEOI)” গ্রহণ করা হবে। এটি জাতীয় ক্রিকেট দলের জার্সির সামনের অংশে স্পনসর হওয়ার অধিকার প্রদান করবে।
ড্রিম১১ এবং মাই১১সার্কেল যৌথভাবে গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে প্রায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল। ড্রিম১১ এককভাবে ২০২৩-২০২৬ সময়কালের জন্য ৩৫৮ কোটি টাকায় স্পনসরশিপ অধিকার পায়, তবে সরকারী নিষেধাজ্ঞার ফলে তারা এক বছর আগেই চুক্তি থেকে সরে যাচ্ছে। বিসিসিআই জানিয়েছে, এই পরিস্থিতিতে ড্রিম১১-কে কোনো জরিমানা করা হবে না, কারণ এটি একটি আইনগত বাধ্যবাধকতা।
advertisement
বিসিসিআই জানিয়েছে, বিডার বা তাদের গ্রুপ কোম্পানির অনলাইন মানি গেমিং, বেটিং, জুয়া, অথবা ক্রিপ্টো সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট থাকা চলবে না। তামাক, অ্যালকোহল এবং নৈতিকভাবে আপত্তিকর কনটেন্টের সঙ্গেও জড়িত প্রতিষ্ঠান বিড করতে পারবে না। এছাড়া যেসব ক্যাটাগরিতে বিসিসিআইয়ের বর্তমান স্পনসর রয়েছে, যেমন অ্যাথলেটিক পোশাক, ব্যাংকিং, ইনসুরেন্স ইত্যাদি—সেগুলো থেকেও বিড গ্রহণযোগ্য নয়।
advertisement
advertisement
সারোগেট ব্র্যান্ডিং বা অন্য প্রতিষ্ঠানের হয়ে ছদ্মবেশে বিড করার চেষ্টা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো সংস্থা যদি একাধিক পণ্য ক্যাটাগরিতে কাজ করে এবং তার একটি নিষিদ্ধ তালিকায় পড়ে, তাহলেও বিড করার অনুমতি থাকবে না। এটি বিসিসিআইয়ের স্বচ্ছ ও নৈতিক স্পনসরশিপ নিয়মাবলীর অংশ।
NEWS 🚨 – BCCI announces the release of the Invitation for Expression of Interest for National Team Lead Sponsor Rights
More details here 👇https://t.co/Qx6YZvYWrw pic.twitter.com/0e0vCoIdBT
— BCCI (@BCCI) September 2, 2025
advertisement
বিডিংয়ের জন্য ইচ্ছুক সংস্থাগুলোর আর্থিক যোগ্যতা হিসেবে ধার্য করা হয়েছে গত তিন বছরে গড় বার্ষিক টার্নওভার বা নিট সম্পদ কমপক্ষে ৩০০ কোটি টাকা। ডকুমেন্ট সংগ্রহের জন্য ৫ লাখ টাকা এবং প্রযোজ্য জিএসটি ফি জমা দিতে হবে। ইচ্ছুক বিডারদের ১২ সেপ্টেম্বরের মধ্যে IEOI কেনা এবং ১৬ সেপ্টেম্বরের মধ্যে বিড জমা দেওয়া বাধ্যতামূলক। বিসিসিআই যে কোনো সময় এই প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে রেখেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 7:57 PM IST