North 24 Parganas News: বাগুইআটির হোটেলে অগ্নিকাণ্ড, খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News:বাগুইআটি চিনার পার্কের একটি বহুতল বেসরকারি হোটেলে আচমকা আগুন লাগায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধোঁয়া বের হতে দেখা যায় বহুতলের ভেতর থেকে।
উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বাগুইআটির হোটেলে অগ্নিকাণ্ড, সাংবাদিকদের ওপর হামলা — চাঞ্চল্য এলাকায়। বাগুইআটি চিনার পার্কের একটি বেসরকারি হোটেলে আচমকা আগুন লাগায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধোঁয়া বের হতে দেখা যায় বহুতলের ভেতর থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। কিন্তু ঠিক সেই সময়েই ঘটে অপ্রত্যাশিত কাণ্ড। অভিযোগ, সাংবাদিকদের ওপর চড়াও হন হোটেলের কর্মীরা। হাতাহাতি, ধস্তাধস্তি এমনকি শারীরিক হেনস্থারও শিকার হন কয়েকজন সংবাদকর্মী।
ক্যামেরায় ধরা পড়ে সংবাদ মাধ্যমের কর্মীদের আক্রান্ত হওয়ার দৃশ্য। দেখা যায়, এক মহিলা কর্মীকেও সাংবাদিকদের গায়ে হাত তুলতে। এমনকি এক সাংবাদিকের জামা পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়। ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন বাগুইআটি থানার পুলিশকর্মীরা। তাঁদের সামনেই হোটেল কর্মীদের সঙ্গে শুরু হয় তীব্র ধস্তাধস্তি। পুলিশের সঙ্গে রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ে অভিযুক্তরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। যদিও অগ্নিকাণ্ড কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
advertisement
advertisement
এদিকে, সাংবাদিকদের উপর এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে সংবাদমহলে। পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ইতিমধ্যেই অভিযুক্ত হোটেল কর্মীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের আতঙ্কের মধ্যেই সাংবাদিকদের উপর হামলার ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 6:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাগুইআটির হোটেলে অগ্নিকাণ্ড, খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম