BCCI Central Contracts: বোর্ডের মাইনের খাতায় উন্নতি পন্থ, রাহুলের, গ্রেড এ থেকে নাম কাটা রাহানে-পূজারার

Last Updated:

বোর্ডের বার্ষিক চুক্তিতে (BCCI Central Contracts ) বড়সড় রদবদল কার্যত নিশ্চিত৷

ajinkya rahane and cheteshwar pujara set to lose grade a contracts kl rahul and rishabh pant up for promotion
ajinkya rahane and cheteshwar pujara set to lose grade a contracts kl rahul and rishabh pant up for promotion
#মুম্বই: বোর্ডের বার্ষিক চুক্তিতে  (BCCI Central Contracts ) বড়সড় রদবদল কার্যত নিশ্চিত৷ অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane’) এবং চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) ডিমোশন হচ্ছে৷ অর্থাৎ বোর্ডের এ গ্রেড কন্ট্র্যাক্ট থেকে নাম কাটা পড়তে চলেছে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের নাম৷ পাশাপাশি দুই তরুণ সম্ভবনাময় ভারতীয় দলের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) এবং ঋষভ পন্থ  (Rishabh Pant) প্রোমোশন পেতে চলেছেন৷ কয়েকদিনের মধ্যেই বোর্ড সামনের মরশুমের জন্য নতুন বার্ষিক চুক্তি প্রকাশ করবে৷ তার আগেই চুক্তিতে (BCCI Central Contracts) বড়সড় রদবদলের চাঞ্চল্যকর তথ্য সামনে এল৷ শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে সুযোগ পাবেন না অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) এবং চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এই সম্ভবনাটাই সবচেয়ে উজ্জ্বল৷
রাহানে (Rahane) ও পূজারা (Pujara) গ্রেড বি-তে (Grade B) নেমে যাচ্ছেন তা নিশ্চিত হয়ে গেছে৷ তাঁরা দীর্ঘদিন বোর্ডের বার্ষিক চুক্তিতে (BCCI Central Contracts ) এ গ্রেডে (Grade A) ছিলেন৷ বোর্ড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ি ইশান্ত শর্মাও (Ishant Sharma) বি গ্রেডে নেমে যাবেন৷ এই তালিকায় নাম থাকতে পারে গত মরশুম অফফর্ম এবং চোটে থাকা হার্দিক পান্ডিয়ারও (Hardik Pandya)৷
advertisement
ajinkya rahane and cheteshwar pujara set to lose grade a contracts kl rahul and rishabh pant up for promotion ajinkya rahane and cheteshwar pujara set to lose grade a contracts kl rahul and rishabh pant up for promotion
advertisement
এদিকে এ প্লাস (A+) ক্যাটাগরিতে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) ও জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) পাশাপাশি এবার নাম আসতে পারে ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যতের সম্ভাব্য অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) এবং ঋষভ পন্থেরও (Rishabh Pant)৷
advertisement
ভারতীয় বোর্ডের বার্ষিক চুক্তিতে  (BCCI Central Contracts )  টাকার পার্থক্যে চারটি গ্রেড রয়েছে ৷ এ প্লাস, এ, বি এবং সি- এই চার ক্যাটাগরিতে বার্ষিক টাকার পরিমাণ ৭ কোটি, ৫ কোটি, ৩ কোটি, ১ কোটি টাকা৷
advertisement
তিন জন বিসিসিআই আধিকারিক, পাঁচজন নির্বাচক, জাতীয় দলের প্রধান কোচ এই চুক্তির কোন ক্যাটাগরিতে কে থাকবেন তা সিদ্ধান্ত নেন৷ গতবার যে ২৮ জন ক্রিকেটার বোর্ডের বার্ষিক চুক্তিতে এসেছিলেন সেই নামগুলিতে বড়সড় বদল আসবে সে সম্ভবনা নেই৷ তবে ক্রিকেটারদের গ্রুপে বদল হবেই এটা প্রায় নিশ্চিত৷
advertisement
বোর্ডের এক শীর্ষ পদাধিকারী জানিয়েছেন, ‘‘রোহিত, কোহলি এবং বুমরাহ তিন ফর্ম্যাটেই অপরিহার্য ক্রিকেটার তাই ওঁরা এ প্লাস ক্যাটাগরিতে থাকবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ কিন্তু রাহুল ও পন্থও সব ক্যাটাগরিতেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন৷ তাই দেখতে হবে ওঁরা প্রোমশন পান না পান না৷’’
গত মরশুমে বি গ্রেডে থাকা শার্দুল ঠাকুর টেস্টে প্রভাবদায়ক পারফরম্যান্স করার জন্য এ গ্রেডে উঠে আসতে পারেন৷ বর্তমানে গ্রুপ সি-তে থাকা মহম্মদ সিরাজ দারুণ ফর্ম দেখিয়েছেন, অন্যদিকে শুভমান গিল এবং হনুমা বিহারী ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যত৷
advertisement
গ্রুপ সি থেকে গ্রুপ বি-তে যেতে পারেন অক্ষর প্যাটেল, উমেশ যাদব পিছিয়ে যেতে পারেন সি গ্রুপে৷ একদম তরুণ ভেঙ্কটেশ আইয়ার এবং হর্ষল প্যাটেল বোর্ডের বার্ষিক চুক্তিতে প্রথমবারের জন্য জায়গা পেতে পারেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
BCCI Central Contracts: বোর্ডের মাইনের খাতায় উন্নতি পন্থ, রাহুলের, গ্রেড এ থেকে নাম কাটা রাহানে-পূজারার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement