Sania Mirza Retierment: অবসরের ঘোষণা তাড়াতাড়ি নিয়ে ফেললাম, আক্ষেপ সানিয়া মির্জার

Last Updated:

কয়েকদিনের মধ্যেই নিজের হঠাৎ অবসরের (Sania Mirza Retierment) সিদ্ধান্ত নেওয়া নিয়ে আক্ষেপ করেছেন৷ সানিয়া মির্জা

sania mirza said i should have not announced retirement from tennis now- Photo- AFP
sania mirza said i should have not announced retirement from tennis now- Photo- AFP
#মেলবোর্ন: সানিয়া মির্জা (Saniz Mirza) সদ্য সদ্য ঘোষণা করেছেন ২০২২ সালই তাঁর টেনিস কেরিয়ারের শেষ মরশুম হবে৷ কিন্তু ভারতীয় টেনিস তারকা এই কয়েকদিনের মধ্যেই নিজের হঠাৎ অবসরের (Sania Mirza Retierment) সিদ্ধান্ত নেওয়া নিয়ে আক্ষেপ করেছেন৷ সানিয়া মির্জা জানিয়েছেন তিনি অবসরের সিদ্ধান্ত বড় তাড়াতাড়ি ঘোষণা করেছেন৷ এর জন্য তাঁর অনুতাপ হচ্ছে৷ তিনি জানিয়েছেন সব সময়ে সকলেই তাঁকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন৷ সানিয়া মিক্সড ডাবলস ইভেন্ট থেকে বিদায় নেওয়ার পরেই এবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open)  তাঁর দৌড় শেষ হয়ে যায়৷ সানিয়া মির্জাকে জিজ্ঞাসা করা হয় , এটাই কি তাদের শেষ মরশুম হবে? তাঁর কি টেনিসের প্রতি দৃষ্টিভঙ্গী বদলে গেছে?
এই প্রশ্নের উত্তরে সানিয়া মির্জা (Sania Mirza) বলেছেন, ‘‘যদি মন থেকে বলি তাহলে আমি প্রতি ম্যাচে মোটেই এটা ভাবি না৷ সত্যি সত্যি আমার মনে হয় আমি খুব তাড়াতাড়ি এটা ঘোষণা করে দিয়েছি৷ ’’
advertisement
advertisement
ভারতের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা (Sania Mirza Retierment)  সনি স্পোর্টস নেটওয়ার্কের এক্সট্রা সার্ভ অনুষ্ঠানে কথা বলছিলেন৷ সানিয়া মির্জার নামে ৬ টি গ্র্যান্ডস্ল্যাম খেতাব রয়েছে৷ যার মধ্যে তিনটি মিক্সড ডাবলস খেতাব৷ হায়দরাবাদের সানিয়া মির্জা জানিয়েছেন তিনি ম্যাচ জেতার জন্য টেনিস খেলেন৷ তিনি আরও বলেন, ‘‘আমি ম্যাচ জেতার জন্য টেনিস খেলি, যতদিন টেনিস খেলব প্রতিটা ম্যাচ জিততে চেষ্টা করব৷ এর জন্য এই (অবসর) নয়, যেটা সব সময় আমার মাথায় থাকে৷ ’’
advertisement
টেনিস খেলতে আনন্দ পাই
সানিয়া মির্জা জানিয়েছেন, ‘‘আমার টেনিস খেলতে মজা হয়৷ আমি সব সময়ে এর আনন্দ উঠিয়েছি৷ জয় পাই বা হার আমার দৃষ্টিভঙ্গি এখনও এরকমই৷ নিজের ১০০ শতাংশ দিই৷ কখনও কখনও এটা কাজ করে, কখনও এটা কাজ করে না৷ কিন্তু এই বছরের বাকিটায় আমি নিজের একশ শতাংশ দিতে চাই৷ আর আমি এটা ভাবি না বছরের শেষে কি হবে৷’’
advertisement
সানিয়া মির্জা আমেরিকার রাজীব রামের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলস খেলেছিলেন৷ তাঁর অজি জুটি জেমি ফোরলিস এবং জেসন কুবলরের বিরুদ্ধে খেলেন৷ তাতেই হেরে যান ৷ এই ম্যাচের বিষয়ে সানিয়া মির্জা বলেন . ‘‘এমন দিন হয় যেটা আপনার হয় না৷ যখন গ্র্যান্ডস্ল্যামে এটা হয় তখন সেটা খুব দুর্ভাগ্যপূর্ণ হয়৷’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sania Mirza Retierment: অবসরের ঘোষণা তাড়াতাড়ি নিয়ে ফেললাম, আক্ষেপ সানিয়া মির্জার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement