#মেলবোর্ন: সানিয়া মির্জা (Saniz Mirza) সদ্য সদ্য ঘোষণা করেছেন ২০২২ সালই তাঁর টেনিস কেরিয়ারের শেষ মরশুম হবে৷ কিন্তু ভারতীয় টেনিস তারকা এই কয়েকদিনের মধ্যেই নিজের হঠাৎ অবসরের (Sania Mirza Retierment) সিদ্ধান্ত নেওয়া নিয়ে আক্ষেপ করেছেন৷ সানিয়া মির্জা জানিয়েছেন তিনি অবসরের সিদ্ধান্ত বড় তাড়াতাড়ি ঘোষণা করেছেন৷ এর জন্য তাঁর অনুতাপ হচ্ছে৷ তিনি জানিয়েছেন সব সময়ে সকলেই তাঁকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন৷ সানিয়া মিক্সড ডাবলস ইভেন্ট থেকে বিদায় নেওয়ার পরেই এবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) তাঁর দৌড় শেষ হয়ে যায়৷ সানিয়া মির্জাকে জিজ্ঞাসা করা হয় , এটাই কি তাদের শেষ মরশুম হবে? তাঁর কি টেনিসের প্রতি দৃষ্টিভঙ্গী বদলে গেছে?
এই প্রশ্নের উত্তরে সানিয়া মির্জা (Sania Mirza) বলেছেন, ‘‘যদি মন থেকে বলি তাহলে আমি প্রতি ম্যাচে মোটেই এটা ভাবি না৷ সত্যি সত্যি আমার মনে হয় আমি খুব তাড়াতাড়ি এটা ঘোষণা করে দিয়েছি৷ ’’
আরও পড়ুন - Family Problem: পারিবারিক অশান্তির জেরে ভাইপোর হাতে খুন কাকা
ভারতের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা (Sania Mirza Retierment) সনি স্পোর্টস নেটওয়ার্কের এক্সট্রা সার্ভ অনুষ্ঠানে কথা বলছিলেন৷ সানিয়া মির্জার নামে ৬ টি গ্র্যান্ডস্ল্যাম খেতাব রয়েছে৷ যার মধ্যে তিনটি মিক্সড ডাবলস খেতাব৷ হায়দরাবাদের সানিয়া মির্জা জানিয়েছেন তিনি ম্যাচ জেতার জন্য টেনিস খেলেন৷ তিনি আরও বলেন, ‘‘আমি ম্যাচ জেতার জন্য টেনিস খেলি, যতদিন টেনিস খেলব প্রতিটা ম্যাচ জিততে চেষ্টা করব৷ এর জন্য এই (অবসর) নয়, যেটা সব সময় আমার মাথায় থাকে৷ ’’
আরও পড়ুন - Republic Day 2022: লাদাখ থেকে অরুণাচল ১২হাজার থেকে ১৭ হাজার ফুট, -৪৫ ডিগ্রিতে জাতীয় পতাকা উত্তোলন
টেনিস খেলতে আনন্দ পাই
সানিয়া মির্জা জানিয়েছেন, ‘‘আমার টেনিস খেলতে মজা হয়৷ আমি সব সময়ে এর আনন্দ উঠিয়েছি৷ জয় পাই বা হার আমার দৃষ্টিভঙ্গি এখনও এরকমই৷ নিজের ১০০ শতাংশ দিই৷ কখনও কখনও এটা কাজ করে, কখনও এটা কাজ করে না৷ কিন্তু এই বছরের বাকিটায় আমি নিজের একশ শতাংশ দিতে চাই৷ আর আমি এটা ভাবি না বছরের শেষে কি হবে৷’’
সানিয়া মির্জা আমেরিকার রাজীব রামের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলস খেলেছিলেন৷ তাঁর অজি জুটি জেমি ফোরলিস এবং জেসন কুবলরের বিরুদ্ধে খেলেন৷ তাতেই হেরে যান ৷ এই ম্যাচের বিষয়ে সানিয়া মির্জা বলেন . ‘‘এমন দিন হয় যেটা আপনার হয় না৷ যখন গ্র্যান্ডস্ল্যামে এটা হয় তখন সেটা খুব দুর্ভাগ্যপূর্ণ হয়৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sania Mirza, Tennis