BCCI Financial Aid: বিসিসিআইয়ের বড় ঘোষণা! ক্যানসারে আক্রান্ত প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে অর্থ সাহায্য বোর্ডের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
BCCI-Jay Shah: ফের বড় মনের পরিচয় দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্যানসারে আক্রান্ত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচকে চিকিৎসার জন্য অর্থ সাহায্য করল বিসিসিআই।
মুম্বই: ফের বড় মনের পরিচয় দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্যানসারে আক্রান্ত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচকে চিকিৎসার জন্য অর্থ সাহায্য করল বিসিসিআই। কপিল দেবের প্রাক্তন সতীর্থ অংশুমান গায়কোয়ার বর্তমানে মারণ রোগ ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। লন্ডনে তাঁর চিকিৎসা চলছে। প্রাক্তন এই ক্রিকেটারের জন্য দ্রুত টাকা পাঠানোর নির্দেশ দিয়েছেন বোর্ডের সচিব জয় শাহ।
বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, জয় শাহ দ্রুত বিসিসিআইকে ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়ের জন্য অর্থ সাহায্য করতে বলেছেন, যিনি বর্তমানে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। অংশুমান গায়কোয়াড় ভারতের প্রাক্তন অধিনায়ক ডিকে গায়কোয়াড়ের পুত্র। বর্তমানে তিনি লন্ডনের কিংস কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বিসিসিআইয়ের প্রকাশ করা বিবৃতিতে আরও জানানো হয়েছে, জয় শাহ নিজে অংশুমানের পরিবারের সঙ্গে কথা বলেছেন, এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
advertisement
advertisement
অংশুমান ভারতীয় দলের হয়ে ১৯৭৫ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত মোট ৪০টি টেস্ট ম্যাচ এবং ১৫টি এক দিনের ম্যাচ খেলেছেন। শুধু তাই নয়, তার কোচিংয়েই ২০০০ সালের চ্যাম্পিয়ান্স ট্রফিতে ফাইনালে উঠেছিল সৌরভের ভারত। ক্রিকেটার হিসাবে দেশের হয়ে দু’টি শতরান করেছেন অংশুমান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2024 4:34 PM IST