KKR: আগে বাংলাদেশ পরে আইপিএল! সাকিব - লিটনকে নিয়ে ফের কড়া বার্তা পাপনের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
ঢাকা: বাংলাদেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে আগেও তিনি বলেছিলেন যত বেশি বাংলাদেশ ক্রিকেটাররা আইপিএল খেলবেন সেটা তাদের গর্বের বিষয়। কিন্তু দেশের স্বার্থ ক্ষতি করে হতে দেবেন না। আবার সেই কথাই মনে করিয়ে দিলেন নাজমুল হাসান পাপন। আয়ারল্যান্ডকে ১০ উইকেটে উড়িয়ে দেওয়ার পর নাজমুল বলেন, আইপিএলে নিলামে ওদেরকে যখন নাকি ডাকা হয়, তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ওরা কখন এভেইলেবল।
আমরা ওদেরকে দিয়ে দিয়েছি শিডিউল। এটা জেনেই ওরা সাকিব-লিটনকে নিলামে নিয়েছে। এরপর আর কোনও কিছু যদি পরিবর্তন হয়, তাহলে তো আমরাই বলব আপনাদেরকে। আমাদের এখনও পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি এই ব্যাপারে। আমাদের যেটা ছিল তাই আছে। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিব-লিটন খেলবেন কিনা- এমন প্রশ্নে পাপন বলেন, না থাকার আমি কোনো অপশনই দেখি না।
advertisement
আরও পড়ুন - মার্তিনেজের সেই 'অশ্লীল উদ্যাপন' ফিরল আর্জেন্টিনার উৎসবে! উন্মাদের মত সেলিব্রেশন মাঠে
এইটা যদি এমন হত ওদেরকে আমরা বলেছি যে, ভেবেচিন্তে দেখতেও পারি, এরকম কোন অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে। তাহলে সন্দেহ থাকত। আমরা তো পরিস্কার বলেই দিয়েছি। আমরা এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি। সিদ্ধান্ত বদল হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না।
advertisement
advertisement
সত্যি কথা বলতে। যদি কখনও সিদ্ধান্ত বদল হয়, আপনাদেরকে আগেই জানাব। তবে এখনও আগের সিদ্ধান্তই বহাল আছে। এদিকে কেকেআর প্রচন্ড চাপে। তাদের অধিনায়ক শ্রেয়স আইয়ার কবে সুস্থ হবেন কেউ জানে না। আঘাত পেয়ে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফের্গুসন।
তাই তারা চেষ্টা চালাচ্ছিল যদি বাংলাদেশ বোর্ডকে বুঝিয়ে কিছুটা আগে নিয়ে আসা যায় সাকিব এবং লিটনকে। কিন্তু বাংলাদেশ বোর্ড প্রধানের কঠোর মানসিকতা সেটা হতে দেবে বলে মনে হচ্ছে না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2023 4:11 PM IST