রুদ্ধশ্বাস নাটকীয় জয় বায়ার্নের
Last Updated:
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন বনাম জুভেন্তাস ম্যাচ জুড়ে সাসপেন্স থ্রিলার। অবশেষে জয় জার্মান চ্যাম্পিয়নদের। দু-গোলে পিছিয়ে পড়েও চার-দুই গোল জয় ছিনিয়ে নিল পেপ গুয়ার্দিওলার দল।
#মিউনিখ: চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন বনাম জুভেন্তাস ম্যাচ জুড়ে সাসপেন্স থ্রিলার। অবশেষে জয় জার্মান চ্যাম্পিয়নদের। দু-গোলে পিছিয়ে পড়েও চার-দুই গোল জয় ছিনিয়ে নিল পেপ গুয়ার্দিওলার দল।
ভারতীয় মধ্যরাতে তখন চ্যাম্পিয়ন্স লিগের গনগনে আঁচ। মিউনিখ জুড়ে উত্তেজনা। স্টেডিয়ামে দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হল যখন ৫ মিনিটে পোগবা আর ২৮ মিনিটে কুয়াড্রাডোর গোলে বায়ার্নের বিরুদ্ধে জাঁকিয়ে বসল জুভেন্তাস। ত্রাহি ত্রাহি রব বায়ার্নের অ্যালায়েঞ্জ এরিনায়।
নাটক গড়াল ৯০ মিনিট ছাড়িয়ে ১২০মিনিট। বাড়ল সাসপেন্স। দ্বিতীয়ার্ধে পাল্টা ঝড় তুললেন জার্মানরা। ৭৩মিনিটে প্রথম গোল লেওয়ানডস্কির। একেবারে ফাইনাল হুইসিল বাজার মুহূর্তে মুলারের গোল বাঁচিয়ে দিল বায়ার্নকে। অতিরিক্ত সময়ে আর জুভেন্তাসকে দাঁড়াতে দেয়নি বায়ার্ন। ১০৮ মিনিটে থিয়াগো আর ১১০ মিনিটে কোমানের গোল। ম্যাচের ফল ৪-২। আর তাতেই শেষ আটে ওঠার ছাড়পত্র পেল বায়ার্ন মিউনিখ। দুই পর্ব মিলিয়ে জার্মান চ্যাম্পিয়নদের জয় এল ৬-৪ ব্যবধানে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2016 7:48 PM IST