বাংলাদেশের ক্রিকেটে লজ্জার দিন! হাত দিয়ে বল ধরে আউট মুশফিকুর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mushfiqur Rahim: বাংলাদেশের ক্রিকেটে আজ লজ্জার দিন। সিনিয়র ক্রিকেটার হয়ে এমন আউট!
ঢাকা: তিনি সিনিয়র ক্রিকেটার। তবু তিনি এমন কাণ্ড করলেন!
এক দৃশ্যের সাক্ষী থাকল মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভারে ঘটনাটি ঘটেছে। নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনের করা ওভারের চতুর্থ বল ব্যাকফুটে খেলেছিলেন মুশফিকুর। তখন তিনি ৩৫ রানে ব্যাটিং করছিলেন।
advertisement
আরও পড়ুন- শেষ হল খোঁজ? দ্বিতীয় ধোনি পেয়ে গেল ভারতীয় দল! কে সেই ক্রিকেটার
বল মুশফিকুরের ব্যাটে লেগে মাটিতে পড়ে। স্টাম্প থেকে দূরেই ছিল বল। তবুও কিছু একটা ভেবে মুশফিকুর ডান হাত দিয়ে বলটাকে দূরে ঠেলে সরিয়ে দেন। এর পর সঙ্গে সঙ্গেই আবেদন করে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।
advertisement
এর পর অন ফিল্ড আম্পায়ার সিদ্ধান্তের ভার দেন তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ারের কাছে। রিপ্লে দেখে টিভি আম্পায়ার সিদ্ধান্ত দেয়, মুশফিকুর ইচ্ছে করেই বলটাকে থামান। তার পর তাঁকে আউট দেওয়া হয়।
আরও পড়ুন- শেষ হল খোঁজ? দ্বিতীয় ধোনি পেয়ে গেল ভারতীয় দল! কে সেই ক্রিকেটার
আরও পড়ুন- কুইন্টন কার? নাটক চরমে, প্লেয়ারের বদলি নয়, সরাসরি টাকা দিয়ে কিনতে চায় কেকেআর
এমন ধরণের আউট ক্রিকেটের আইনে ৩৭.১.১ ধারায় রয়েছে। কোনও ব্যাটার যে হাতে ব্যাট ধরা নেই, সেই হাত দিয়ে বল ধরলে তাঁকে আউট দেওয়া হবে। তবে ব্যাটার চোট থেকে বাঁচতে বল ধরলে আউট হবেন না
advertisement
একসময় এই আইন ‘হ্যান্ডলড দ্য বল’ আউট নামে পরিচিত ছিল। কিন্তু ২০১৭ সালে হ্যান্ডলড দ্য বল আউট বদলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট করা হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 06, 2023 6:39 PM IST