KKR Transfer: কুইন্টন কার? নাটক চরমে, প্লেয়ারের বদলি নয়, সরাসরি টাকা দিয়ে কিনতে চায় কেকেআর

Last Updated:
KKR Transfer: লখনউ সুপার জায়ন্টস নিজেদের কুইন্টন ডি কককে ছেড়ে দিতে চায়৷ আর তাঁকে নিজেদের দলে নিয়ে যেতে চায় কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ৷
1/8
: আইপিএল ২০২৪-র  ট্রান্সফার উইন্ডো এখন খোলা রয়েছে৷ আর এই মুহূর্তে সেই ট্রান্সফার উইন্ডোতে তোলপাড় করা যে খবর রয়েছে তা হল কুইন্টন ডি কক৷  ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি অকশন বা নিলাম৷ তার আগে এই ট্রান্সফার করার জন্য ঝাঁপিয়ে পড়েছে এলএসজি, কেকেআর এবং এসআরএইচ৷
: আইপিএল ২০২৪-র  ট্রান্সফার উইন্ডো এখন খোলা রয়েছে৷ আর এই মুহূর্তে সেই ট্রান্সফার উইন্ডোতে তোলপাড় করা যে খবর রয়েছে তা হল কুইন্টন ডি কক৷  ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি অকশন বা নিলাম৷ তার আগে এই ট্রান্সফার করার জন্য ঝাঁপিয়ে পড়েছে এলএসজি, কেকেআর এবং এসআরএইচ৷
advertisement
2/8
লখনউ সুপার জায়ন্টস নিজেদের কুইন্টন ডি কককে ছেড়ে দিতে চায়৷ আর তাঁকে নিজেদের দলে নিয়ে যেতে চায় কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ৷ আর কেকেআর তার বদলে কোনও প্লেয়ারের সঙ্গে প্লেয়ার হিসেবে ট্রেড করতে চায় না৷ তারা একেবারে ক্যাশ টাকাতেও তুলে নিতে চায় তাঁকে৷
লখনউ সুপার জায়ন্টস নিজেদের কুইন্টন ডি কককে ছেড়ে দিতে চায়৷ আর তাঁকে নিজেদের দলে নিয়ে যেতে চায় কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ৷ আর কেকেআর তার বদলে কোনও প্লেয়ারের সঙ্গে প্লেয়ার হিসেবে ট্রেড করতে চায় না৷ তারা একেবারে ক্যাশ টাকাতেও তুলে নিতে চায় তাঁকে৷
advertisement
3/8
এবারের আইপিএল ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে ১৩ ডিসেম্বর পর্যন্ত৷ আর ১৯ ডিসেম্বর আইপিএলের এবারের নিলাম শেষ হওয়ার পর ২০ তারিখ থেকে ফের খোলা হবে ট্রান্সফার উইন্ডো৷ পাশাপাশি সেটা চলবে নতুন মরশুমে আইপিএল শুরুর এক মাস আগে পর্যন্ত৷
এবারের আইপিএল ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে ১৩ ডিসেম্বর পর্যন্ত৷ আর ১৯ ডিসেম্বর আইপিএলের এবারের নিলাম শেষ হওয়ার পর ২০ তারিখ থেকে ফের খোলা হবে ট্রান্সফার উইন্ডো৷ পাশাপাশি সেটা চলবে নতুন মরশুমে আইপিএল শুরুর এক মাস আগে পর্যন্ত৷
advertisement
4/8
সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের টাকা হাতে রাখতে চায়৷ কারণ সামনেই নিলাম৷ তাই প্লেয়ার ট্রান্সফারের মধ্যে দিয়ে তারা দলে কিছু গোছাতে চায়৷ আগে শোনা গিয়েছিল ময়ঙ্ক আগরওয়াল কেকেআরের নেতৃত্ব দিতে পারেন৷ এদিকে এখন শোনা যাচ্ছে ময়ঙ্ক নাকি লখনউ সুপার জায়ন্টসের দিকে পা বাড়িয়ে রেখেছেন৷  এদিকে এলএসজি নাকি নিজেদের কুইন্টন ডি কককে বিক্রি করতে চায়৷
সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের টাকা হাতে রাখতে চায়৷ কারণ সামনেই নিলাম৷ তাই প্লেয়ার ট্রান্সফারের মধ্যে দিয়ে তারা দলে কিছু গোছাতে চায়৷ আগে শোনা গিয়েছিল ময়ঙ্ক আগরওয়াল কেকেআরের নেতৃত্ব দিতে পারেন৷ এদিকে এখন শোনা যাচ্ছে ময়ঙ্ক নাকি লখনউ সুপার জায়ন্টসের দিকে পা বাড়িয়ে রেখেছেন৷  এদিকে এলএসজি নাকি নিজেদের কুইন্টন ডি কককে বিক্রি করতে চায়৷
advertisement
5/8
একটা সত্যি যা হল কেকেআরের উইকেটকিপার ব্যাটসম্যান খুঁজছে৷ আর এই অবস্থায় কুইন্টন ডি ককের দল বদল এই মুহূর্তে বাজারের সবচেয়ে বড় খবর৷ ভেঙ্কটেশ আইয়ার বা সূয়াশ শর্মাকে কেকেআর আবার নাকি এসআরএইচে বিক্রি করে দিতে পারে৷
একটা সত্যি যা হল কেকেআরের উইকেটকিপার ব্যাটসম্যান খুঁজছে৷ আর এই অবস্থায় কুইন্টন ডি ককের দল বদল এই মুহূর্তে বাজারের সবচেয়ে বড় খবর৷ ভেঙ্কটেশ আইয়ার বা সূয়াশ শর্মাকে কেকেআর আবার নাকি এসআরএইচে বিক্রি করে দিতে পারে৷
advertisement
6/8
আইপিএল ২০২৪ নিলামের আগে কেকেআর, এলএসএইচ, এসআরএইচ একটা দলবদল  নিয়ে সিরিয়াস কথাবার্তা চালাচ্ছে৷ কিন্তু মায়াঙ্ককে কিনতে এই মুহূর্তে এসআরএইচ আদৌ নতুন করে ফান্ড বার করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন৷ দেবদত্ত পাডিক্কালকে তাঁরা ইতিমধ্যেই নিয়েছে৷ তাঁদের কাছে কেএল রাহুলও রয়েছে ওপেনার স্লটের জন্য৷
আইপিএল ২০২৪ নিলামের আগে কেকেআর, এলএসএইচ, এসআরএইচ একটা দলবদল  নিয়ে সিরিয়াস কথাবার্তা চালাচ্ছে৷ কিন্তু মায়াঙ্ককে কিনতে এই মুহূর্তে এসআরএইচ আদৌ নতুন করে ফান্ড বার করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন৷ দেবদত্ত পাডিক্কালকে তাঁরা ইতিমধ্যেই নিয়েছে৷ তাঁদের কাছে কেএল রাহুলও রয়েছে ওপেনার স্লটের জন্য৷
advertisement
7/8
কেকেআরের এই মুহূর্তে দুটি বিদেশি ওপেনার রয়েছে৷ তারপরেও তাঁরা দক্ষিণ আফ্রিকার এই ওপেনারকে চাইছে৷ অন্যদিকে তারা একজন ভাল উইকেটকিপারও চাইছে৷ যদি কেকেআর ডি কককে নেয় তাহলে জেসন রয় এবং রাহমানুল্লা গুরবাজকে ধরে রাখাটা যুক্তিহীণ হয়ে যাবে৷
কেকেআরের এই মুহূর্তে দুটি বিদেশি ওপেনার রয়েছে৷ তারপরেও তাঁরা দক্ষিণ আফ্রিকার এই ওপেনারকে চাইছে৷ অন্যদিকে তারা একজন ভাল উইকেটকিপারও চাইছে৷ যদি কেকেআর ডি কককে নেয় তাহলে জেসন রয় এবং রাহমানুল্লা গুরবাজকে ধরে রাখাটা যুক্তিহীণ হয়ে যাবে৷
advertisement
8/8
এখনও পর্যন্ত এই ত্রিমুখী ট্রান্সফার উইন্ডো নিয়ে জোরকদমে কথা চালাচালি হলেও কতটা কার্যকর এই ট্রান্সফার হবে তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে৷
এখনও পর্যন্ত এই ত্রিমুখী ট্রান্সফার উইন্ডো নিয়ে জোরকদমে কথা চালাচালি হলেও কতটা কার্যকর এই ট্রান্সফার হবে তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে৷
advertisement
advertisement
advertisement