Who is Next MS Dhoni of Indian Team: শেষ হল খোঁজ? দ্বিতীয় ধোনি পেয়ে গেল ভারতীয় দল! কে সেই ক্রিকেটার

Last Updated:
Who is Next MS Dhoni of Team India: এবার হয়তো আর বেশি অপেক্ষা করতে হবে না। কারণ অনেকেই মনে করছেন পুরো এমএস ধোনি না হলেও মাহির মতন দ্বিতীয় একজনকে পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া।
1/6
আন্তর্জাতিক ক্রিকেট থেকে এমএস ধোনির অবসরের পর এখনও তাঁর জায়গা কেউ পূরণ করতে পারেনি। এমএস ধোনির মত ম্যাচ ফিনিশার যে দ্বিতীয় নেই সেই কথা সকলেই মানেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে এমএস ধোনির অবসরের পর এখনও তাঁর জায়গা কেউ পূরণ করতে পারেনি। এমএস ধোনির মত ম্যাচ ফিনিশার যে দ্বিতীয় নেই সেই কথা সকলেই মানেন।
advertisement
2/6
তবে এবার হয়তো আর বেশি অপেক্ষা করতে হবে না। কারণ অনেকেই মনে করছেন পুরো এমএস ধোনি না হলেও মাহির মতন দ্বিতীয় একজনকে পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। শুধু তাঁকে একটু ঘষে-মেজে নিতে হবে।
তবে এবার হয়তো আর বেশি অপেক্ষা করতে হবে না। কারণ অনেকেই মনে করছেন পুরো এমএস ধোনি না হলেও মাহির মতন দ্বিতীয় একজনকে পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। শুধু তাঁকে একটু ঘষে-মেজে নিতে হবে।
advertisement
3/6
ভারতের দ্বিতীয় এমএস ধোনি হিসেবে ভাবা হচ্ছে রিঙ্কু সিং। আইপিএলে কেকেআরে হয়ে বিগত ২ মরশুমে ভালো ব্যাটিং করার সুবাদে ভারতীয় দলে সুযোগ পান রিঙ্কু। অল্প সময়ে আইপিএল হোক আর টিম ইন্ডিয়া, খেলেছেন একাধিক ম্যাচ উইনিং ইনিংস।
ভারতের দ্বিতীয় এমএস ধোনি হিসেবে ভাবা হচ্ছে রিঙ্কু সিং। আইপিএলে কেকেআরে হয়ে বিগত ২ মরশুমে ভালো ব্যাটিং করার সুবাদে ভারতীয় দলে সুযোগ পান রিঙ্কু। অল্প সময়ে আইপিএল হোক আর টিম ইন্ডিয়া, খেলেছেন একাধিক ম্যাচ উইনিং ইনিংস।
advertisement
4/6
কেকেআরের হয়ে শেষ ওভারে ৫টি ছয় মেরে ম্যাচ শেষ করা থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ম্যাচ উইনিং নক খেলা, দুই ক্ষেত্রেই ধোনির মত হিমশীতল মানসিকতাপ পরিচয় দিয়েছেন রিঙ্কু।
কেকেআরের হয়ে শেষ ওভারে ৫টি ছয় মেরে ম্যাচ শেষ করা থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ম্যাচ উইনিং নক খেলা, দুই ক্ষেত্রেই ধোনির মত হিমশীতল মানসিকতাপ পরিচয় দিয়েছেন রিঙ্কু।
advertisement
5/6
আর ম্যাচ শেষ করতে হয় কীভাবে সেই টিপসও যে ধোনির কাছ থেকে শিখেছেন সেই কথাও জানিয়েছেন রিঙ্কু। বলেছেন, 'আমি মাহি ভাইয়ের পরামর্শ মেনে খেলি। শান্ত থাকার চেষ্টা করেছি। কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করিনা। আর এটা আমাকে খুব সাহায্যও করেছে।'
আর ম্যাচ শেষ করতে হয় কীভাবে সেই টিপসও যে ধোনির কাছ থেকে শিখেছেন সেই কথাও জানিয়েছেন রিঙ্কু। বলেছেন, 'আমি মাহি ভাইয়ের পরামর্শ মেনে খেলি। শান্ত থাকার চেষ্টা করেছি। কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করিনা। আর এটা আমাকে খুব সাহায্যও করেছে।'
advertisement
6/6
রিঙ্কুর ঠান্ডা মাথা দেখে এমএস ধোনির কথা মনে পড়ে যায় বলে জানিয়েছেন সূর্যকুমার যাদব। করুণ নায়ারও রিঙ্কু সিংকে পরবর্তী এমএস ধোনি বলে আখ্যা দিয়েছেন। তবে এসবে কান না দিয়ে নিজের পরিশ্রম চালিয়ে যেতে চান রিঙ্কু সিং।
রিঙ্কুর ঠান্ডা মাথা দেখে এমএস ধোনির কথা মনে পড়ে যায় বলে জানিয়েছেন সূর্যকুমার যাদব। করুণ নায়ারও রিঙ্কু সিংকে পরবর্তী এমএস ধোনি বলে আখ্যা দিয়েছেন। তবে এসবে কান না দিয়ে নিজের পরিশ্রম চালিয়ে যেতে চান রিঙ্কু সিং।
advertisement
advertisement
advertisement